Tuesday, December 10, 2024
No menu items!
Google search engine
Homeঅন্য খেলাকোরিয়াকে হারিয়ে প্রথমবার জুনিয়র এশিয়া কাপ মহিলা হকিতে চ্যাম্পিয়ন ভারত

কোরিয়াকে হারিয়ে প্রথমবার জুনিয়র এশিয়া কাপ মহিলা হকিতে চ্যাম্পিয়ন ভারত

অলস্পোর্ট ডেস্ক: ইতিহাস গড়ল ভারতের জুনিয়র মহিলা হকি দল। রবিবার জাপানে চারবারের চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবার জুনিয়র পর্যায়ে মহিলা এশিয়া কাপ জিতল টিম ইন্ডিয়া। ভারতের হয়ে দুটি গোল করেন অন্নু এবং নীলম। দক্ষিণ কোরিয়ার একমাত্র গোলটি করেন পার্ক সিও ইয়ন। সেই ঐতিহাসিক জয়ের পর ভারতের জুনিয়র মহিলা দলের জন্য আর্থিক পুরস্কার করেছে হকি ইন্ডিয়া। প্রত্যেক খেলোয়াড় পাবেন দু’লাখ টাকা। প্রত্যেক সাপোর্ট স্টাফকে এক লাখ টাকা দেবে হকি ইন্ডিয়া। উল্লেখ্য, পুরুষদের জুনিয়র হকি এশিয়া কাপও জিতেছে ভারত। অর্থাৎ জুনিয়র পর্যায়ে পুরুষ এবং মহিলা উভয় বিভাগেই এখন এশিয়াকে শাসন করছে টিম ইন্ডিয়া।  

 খেলার গতির বিপরীতে ২২ মিনিটে ডেডলক ভাঙেন অন্নু। পেনাল্টি কর্নার থেকে গোল করেন তিনি। সেমিফাইনালে জাপানের বিরুদ্ধে যে সহজ সুযোগ ফস্কে দেন, তার প্রায়শ্চিত্ত করেন। তবে বেশিক্ষণ লিড ধরে রাখতে পারেনি ভারত। তিন মিনিট পরেই গোল শোধ করেন পার্ক। ডানদিক থেকে দুরন্তভাবে উঠে আসে কোরিয়া। ডানদিক থেকেই গোল করে যান পার্ক। 

তারপর ৪১ মিনিটে ভারতকে ফের এগিয়ে দেন নীলম। কোরিয়ার গোলকিপারের ডানদিক থেকে বলটা জালে জড়িয়ে দেন। যে লিডটা শেষপর্যন্ত ধরে রাখে ভারত। তবে যে কোনও মুহূর্তে গোল হজম করতে পারতেন প্রীতিরা। কারণ একের পর এক পেনাল্টি কর্নার উপহার দিচ্ছিল ভারত। কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয় কোরিয়া।

অপরাজিতভাবে এবারের জুনিয়র মহিলা এশিয়া কাপ জিতেছে ভারত। সেইসঙ্গে মহিলা জুনিয়র মহিলা বিশ্বকাপের টিকিটও পেয়ে গিয়েছে। যা চলতি বছরের শেষের দিকে চিলিতে হবে।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments