অলস্পোর্ট ডেস্ক: এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকি টুর্নামেন্টে ভারত দক্ষিণ কোরিয়াকে ৩-২ গোলে হারিয়ে নিজেদের আধিপত্য বজায় রাখল। তিনটি জয় এবং একটি ড্র নিয়ে ভারতের পয়েন্ট এখন ১০। একটিও ম্যাচ না হেরে ভারত লিগ টেবলের শীর্ষে রয়েছে। ম্যাচ শুরু ছয় মিনিটেই ভারতকে এগিয়ে দেন নীলকান্ত শর্মা। তবে এই ব্যবধান খুব কম সময়ই ধরে রাখতে পারে ভারত। কারণ কোরিয়ানরা ঠিক তার ছয় মিনিটের মধ্যে সমতা নিয়ে পুরোপুরি ম্যাচে ফিরে আসে। কিম সুংহিউন হোম দলের গোলরক্ষক কৃষাণ বাহাদুর পাঠকের পাশ দিয়ে বল গোলে চালান করে দেয়। ২৩ মিনিটে হরমনপ্রীত সিং পেনাল্টি কর্নার থেকে গোল করায় ভারত অবশ্য তাদের লিড পুনরুদ্ধার করে। মনদীপ সিং-এর ৩৩ মিনিটের স্ট্রাইক ভারতকে ৩-১ গোলে এগিয়ে দেয়। যার ফলে ম্যাচে আবার আধিপত্ত নিয়ে ফিরে আসে ভারত। তবে ৫৮ মিনিটে ইয়াং জিহুন কোরিয়ার হয়ে গোল করে ব্যাবধান কমান। তবে জয়ের গোল তুলতে পারেনি।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার





