অলস্পোর্ট ডেস্ক: অলিম্পিকের নবম দিন ভারতকে পদকের স্বপ্ন দেখাচ্ছেন লক্ষ্য সেন। ব্যাডমিন্টনে পুরুষদের সিঙ্গলসে ব্রোঞ্জ পদকের আশা এখনও টিকে রয়েছে। সোমবার লক্ষ্য সেন এই পদকের লক্ষ্যেই মুখোমুখি হবেন মালয়েশিয়ার জি জিয়া লি-র। অন্যদিকে প্রি-কোয়ার্টার ফাইনালে রোমানিয়ার মুখোমুখি হবে ভারতীয় মহিলা টেবিল টেনিস দল। ভারতের হয়ে কুস্তি অভিযান শুরু করবেন নিশা দাহিয়া মহিলাদের ৬৮ কেজি ফ্রিস্টাইল বিভাগে৷ এছাড়া এশিয়ান গেমসে স্বর্ণপদক জয়ী ভারতের অবিনাশ সাবলেও আজ নামবেন।
শ্যুটিং
স্কিট মিশ্র দল (যোগ্যতা)
মহেশ্বরী চৌহান এবং অনন্ত জিত সিং নারুকা – দুপুর সাড়ে ১২টা
টেবিল টেনিস
মহিলা দল (প্রি-কোয়ার্টার ফাইনাল)
ভারত বনাম রোমানিয়া – দুপুর ১.৩০
পালতোলা নৌকা
মহিলাদের ডিঙ্গি (উদ্বোধনী সিরিজ): রেস ৯ – দুপুর ৩:৪৫
মহিলাদের ডিঙ্গি (উদ্বোধনী সিরিজ): রেস ১০ – বিকেল ৪:৫৩
পুরুষদের ডিঙ্গি (উদ্বোধনী সিরিজ): রেস ৯ – সন্ধ্যা ৬:১৬
পুরুষদের ডিঙ্গি (উদ্বোধনী সিরিজ): রেস ১০ – সন্ধ্যা ৭:১৫
রেসলিং
মহিলাদের ফ্রিস্টাইল ৬৮ কেজি ১/৮ ফাইনাল
নিশা বনাম তেতিয়ানা সোভা রিজকো (ইউক্রেন) – সন্ধ্যা সাড়ে ৬টা
অ্যাথলেটিক্স
মহিলাদের ৪০৯ মিটার (রাউন্ড ১)
কিরণ পাহাল (হিট ৫) – দুপুর ৪:৫৭
পুরুষদের ৩০০০ মিটার স্টিপলচেজ (রাউন্ড ১)
অবিনাশ সাবলে (হিট ২) – রাত ১০:৫০
ব্যাডমিন্টন
ব্যাডমিন্টন পুরুষ একক (ব্রোঞ্জ পদক প্লে অফ)
লক্ষ্য সেন বনাম জি জিয়া লি (মালয়েশিয়া) – সন্ধ্যা ৬টা
স্কিট মিশ্র দল (যোগ্যতা)
মহেশ্বরী চৌহান এবং অনন্ত জিত সিং নারুকা – দুপুর সাড়ে ১২টা
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার