অলস্পোর্ট ডেস্ক: প্যারিস অলিম্পিক ২০২৪-এ পুরুষদের হকি সেমিফাইনাল ম্যাচের চূড়ান্ত কোয়ার্টার তখনও জার্মানি বনাম ভারত ম্যাচ ২-২। ম্যাচ শেষ হতে বাকি মাত্র ৬ মিনিট ১৪ সেকেন্ড। ঠিক তখনই গোল করে এগিয়ে গেল জার্মানি। যখন মনে হচ্ছিল কোয়ার্টার ফাইনালের মতই এই ম্যাচও টাইব্রেকারে গড়াবে তখনই ছন্দপতন। পুরো টুর্নামেন্টে দুরন্ত গোলকিপিং করা শ্রীজেশ শেষ মুহূর্তে এসে ধাক্কা খেলেন। এদিনও পর পর আটকালেন প্রতিপক্ষের আক্রমণ। কিন্তু অল্পের জন্য হাতছাড়া হল ফাইনালে পৌঁছানোর সুযোগ। ৩-২ গোলে ভারতকে হারিয়ে ফাইনালে পৌঁছে গেল জার্মানি। তবে এখনও ব্রোঞ্জের আশা রয়েছে ভারতীয় হকি দলের।
জার্মানির পক্ষে গঞ্জালো পেইলাট এবং ক্রিস্টোফার রুয়ের গোল করেন এবং ভারতের হয়ে গোল করেন হরমনপ্রীত সিং এবং সুখজিত সিং৷ প্রথম কোয়ার্টারের পেনাল্টি কর্নার থেকে গোল করে ভারতকে এগিয়ে দিয়েছিলেন অধিনায়ক। এর পর সমতায় ফেরে জার্মানি এবং এক সময় এগিয়েও যায়। কিন্তু হাল ছাড়েনি ভারত। সুখজিতের গোলে সমতায় ফেরে ভারত। প্রায় শেষ করেই এনেছিল ম্যাচ কিন্তু শেষরক্ষা হল না।
পরপর দ্বিতীয় অলিম্পিক পদকের পাশাপাশি পদকের রঙ বদলের লক্ষ্যে শেষ পর্যন্ত লড়াই দিল ভারত। ১৯৮০ সালের মস্কো গেমসে ভারত তাদের আটটি অলিম্পিক সোনার মধ্যে শেষ সোনা জিতেছিল। প্যারিসে সেই ইতিহাসে জায়গা করে নেওয়ার সুযোগ নিজেদের দক্ষতাতেই তৈরি করেছিল ভারত। সেমিফাইনাল জিতলে রুপো নিশ্চিত হয়ে যেত, যা ভারতীয় হকি দল সর্বশেষ ১৯৬০ রোম অলিম্পিকে জিতেছিল। কিন্তু তেমনটা হল না। এবার ভারতের সামনে পর পর দু’বার ব্রোঞ্জ জয়ের হাতছানি।
অন্য সেমিফাইনালে নেদারল্যান্ডস ৪-০ গোলে হারিয়ে দেয় স্পেনকে। ব্রোঞ্জ পদকের ম্যাচে বৃহস্পতিবার ভারতীয় সময় বিকেল ৫.৩০ মিনিটে স্পেনের মুখোমুখি হবে ভারত।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার