অলস্পোর্ট ডেস্ক: বুধবার এশিয়ান গেমস ২০২৩ হকির সেমিফাইনালে দক্ষিণ কোরিয়ার সঙ্গে হাডাহাড্ডি লড়াইয়ের পর জয় ছিনিয়ে নিল ভারতীয় হকি দল। এদিন ৫-৩ গোলে ম্যাচ জেতেন হরমনপ্রীতের দল। গোল করেন মনদীপ সিং, হার্দিক সিং, ললিত উপাধ্যায়, অমিত এবং অভিষেক।
প্রথম কোয়ার্টারে ম্যাচ ভারতের হাতেই ছিল। শুরুর থেকেই আক্রমণাত্মক ছিল মনদীপরা। প্রথম পাঁচ মিনিটেই ভারত তাদের প্রথম গোল করে। দ্বিতীয় গোল হয় ১১ মিনিটে। দক্ষিণ কোরিয়ার বক্সে বল পান গুরজন্ত, তিনি পাস দেন মনদীপ সিংকে। গোল করতে ভুল করেননি মনদীপ। এরপর প্রথম কোয়ার্টার শেষের এক সেকেন্ড আগে ভারতের তৃতীয় গোল আসে। কোরিয়ার বক্সে বল পাওয়ার পর বিবেকের পাস থেকে বল পেয়ে যান গুজরন্ত। গুরজন্ত গোল করার চেষ্টা করলেও কোরিয়ার গোলকিপার তা আটকে দেন। কিন্তু ফিরতি বলে হরমনপ্রীত সিং ধরে পাস দেন ললিতকে, এবার আর গোল আটকাতে পারেননি প্রতিপক্ষ গোলকিপার।
তবে প্রথম কোয়ার্টারে ভারতীয় দল যতটা ভাল খেলেছে, দ্বিতীয় কোয়ার্টারে ততটা লড়াই দিতে পারেনি। কোয়ার্টারের শুরুতেই গোল শোধ করে দক্ষিণ কোরিয়া। পেনাল্টি কর্ণার থেকে দলকে এগিয়ে রাখেন জুং মানজয়ে। ২০ মিনিটের মাথাতেই আবার গোল করেন জুং। আর একটি গোল হলেই সমতা ফিরত গেমে। কিন্তু সেই সমতা ফেরানো থেকে কোরিয়াকে আটকান অমিত রোহিদাস। তিনি পেনাল্টি কর্ণার থেকে গোল করে ব্যবধান বাড়িয়ে ৪-২ করে দেন।
তৃতীয় কোয়ার্টারে দক্ষিণ কোরিয়া আবার এক গোল শোধ করে। ৪২ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন জুং। ভারত গোটা কোয়ার্টারটাই রক্ষনাত্মক খেলে। যার ফলে প্রতিপক্ষ আর গোলের ব্যবধান বাড়াতে পারেনি।
চতুর্থ কোয়ার্টারে গোলের জন্য অনেক চেষ্টা করেও ব্যর্থ হয় কোরিয়া। তবে ভারতের রক্ষণ এতটাই জোরালো ছিল যে তা ভাঙতে পারেনি কোরিয়া। ৫৪ মিনিটে শেষ গোল করেন অভিষেক। এবং ভারত পৌঁছে যায় ফাইনালে। ফাইনালে পৌঁছে যাওয়ায় রুপো নিশ্চিত হয়ে গেল ভারতের।
দ্বিতীয় সেমিফাইনালে চিন দলকে হারিয়ে ফাইনালে পৌঁছে গিয়েছে জাপান। এরপর শুক্রবার জাপানের বিরুদ্ধে ফাইনালে নামবে ভারত।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার