অলস্পোর্ট ডেস্ক: গতবারের চ্যাম্পিয়ন ভারত তাদের পঞ্চম এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকি শিরোপা জাতে নিল। চিনের মাটিতেই ফাইনালে চিনকে ১-০ গোলে হারিয়ে সব থেকে বেশিবার এই ট্রফি জয়ের নজির গড়ল ভারত। প্যারিস অলিম্পিকের ব্রোঞ্জ পদক বিজয়ী হরমনপ্রীত সিং এবং কোং-এর জন্য এটি সহজ ছিল না কারণ প্রথম তিন কোয়ার্টারে চিনা রক্ষণ ভাঙতে ব্যর্থ হয় ভারত। অবশেষে, ডিফেন্ডার জুগরাজ সিং সেই অচলাবস্থা ভাঙতে সমর্থ হয়। ৫১তম মিনিটে ফিল্ড গোল করে তাঁর দলকে শিরোপা এনে দেন। তৃতীয় পজিশনের ম্যাচে পাকিস্তান ৫-২ গোলে কোরিয়াকে হারিয়ে ছয় দলের প্রতিযোগিতায় তৃতীয় স্থানে শেষ করে।
প্যারিস অলিম্পিকের ব্রোঞ্জ পদকজয়ীরা এই টুর্নামেন্টে এসেছিলেন ফেভারিট হিসেবেই। দারুণ ফর্মে রয়েছে পুরো দল। এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচ থেকেই নিজেদের উজাড় করে দিয়েছেন হরমনপ্রীতরা। যার ফল একটিও ম্যাচ না হেরেই চ্যাম্পিয়ন হয়ে টুর্নামেন্ট শেষ করল ভারতীয় হকি দল।
যদিও ফাইনাল ম্যাচে ভারতকে কঠিন লড়াইয়ের মুখে পড়তে হয়। প্রথম তিন কোয়ার্টারে গোল করতে দেয়নি চিনা ডিফেন্স। গোলের মুখ খুলতে পারেনি চিনারাও। চতুর্থ কোয়ার্টারের শেষ মুহূর্তে যখন ধরেই নেওয়া হয়েছে ম্যাচ শুটআউটে যাবে তখনই বাজিমাত ভারতের। শেষ মুহূর্তে গোল হজম করে আর ম্যাচে ফিরতে পারেনি চিন।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার