অলস্পোর্ট ডেস্ক: দুরন্ত একটা লড়াই। অলিম্পিক ২০২৪-এর কোয়ার্টার ফাইনালে গ্ৰেট ব্রিটেনের বিরুদ্ধে পেনাল্টি শুটআউটে জিতে সেমিফাইনালে পৌঁছে গেল ভারতীয় হকি দল। গোলের নিচে দাঁড়িয়ে শেষ অলিম্পিক খেলা দলের সব থেকে অভিজ্ঞ প্লেয়ারটিই যে এভাবে পর পর ম্যাচে দলের রক্ষাকর্তা হয়ে উঠবেন তার কে ভেবেছিল। তবে শেষবেলায় জ্বলে ওঠা কাকে বলে তা শ্রীজেশকে না দেখলে বোঝা মুশকিল। বিশ্বাস করা মুশকিল তাঁর প্রতিটি সেভ নিজের চোখে না দেখলে। যখন ৪২ মিনিট একটা দল একজন কম প্লেয়ারে খেলে, তখন এই জয় যেন অনেক পদকের সমান।
অলিম্পিকে টানা দ্বিতীয় পদক থেকে ভারত এখন এক জয় দূরে। সেমিফাইনালে তারা মুখোমুখি হবে জার্মানি বা আর্জেন্টিনার। রবিবার ম্যাচের ১৭ মিনিটে ১০ জনে নেমে যাওয়া ভারত।লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় আমি রুহিদাসকে। এর পর হরমনপ্রীত সিংয়ের গোলে লিড নেয় ভারত। ১০ জনে খেলার প্রতিকূলতাকে বুড়ো আঙুল দেখিয়ে ২২ মিনিটে হরমনপ্রীত পেনাল্টি কর্নার থেকে গোল করার সঙ্গেই টুর্নামেন্টে তাঁর সপ্তম গোল করে ফেললেন।
তবে এই ব্যবধান বেশিক্ষণ উপভোগ করতে পারেনি ভারত। ঠিক পাঁচ মিনিট পরে লি মর্টন গ্রেট ব্রিটেনের হয়ে সমতা আনেন। এর পর আর কেউই গোলের মুখ খুলতে পারেনি। নির্ধারিত সময়ে ম্যাচ শেষ হয় ১-১ গোলে। এবং শুটআউটে বাজিমাত ভারতের। ৪-২ জিতে সেমিফাইনালে পৌঁছে গেল ভারতীয় হকি দল। ভারতের রক্ষণকে বাড়তি কৃতিত্ব দিতেই হবে এদিনের ম্যাচের জন্য। ভারতের হয়ে শুটআউটে গোল করেন হরমনপ্রীত, সুরজিৎ, ললিত ও রাজকুমার।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার