Sunday, January 19, 2025
No menu items!
Google search engine
Homeঅন্য খেলাএশিয়ান গেমস ২০২৩: ১৬ গোলের অভ্যেস করে ফেলেছেন হরমনপ্রীতরা

এশিয়ান গেমস ২০২৩: ১৬ গোলের অভ্যেস করে ফেলেছেন হরমনপ্রীতরা

অলস্পোর্ট ডেস্ক: অধিনায়ক হরমনপ্রীত সিং এবং মনদীপ সিং-এর হ্যাটট্রিকের সৌজন্যে আবার ১৬ গোল ভারতীয় হকি দলের। মঙ্গলবার এশিয়ান গেমস ২০২৩-এর দ্বিতীয় ম্যাচে খেলতে নেমেছিল ভারতীয় পুরুষ হকি দল। এবং তাতে টানা দ্বিতীয় জয় তুলে নিল তারা। প্রতিপক্ষ সিঙ্গাপুরকে ১৬-১ গোলে উড়িয়ে দিল ভারত। ভারত টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে উজবেকিস্তানের বিরুদ্ধে ১৬-০ গোলে জিতেছিল এবং সেই ছন্দ দ্বিতীয় ম্যাচেও অব্যাহত রাখল তারা। বিশ্বের ৪৯ নম্বর সিঙ্গাপুরের বিপক্ষে ইচ্ছেমতো জালে বল জড়ালেন ভারতের প্লেয়াররা। হরমনপ্রীত (২৪, ৩৯, ৪০, ৪২ মিনিট) এবং মনদীপ (১২, ৩০, ৫১), অভিষেক (৫১, ৫২), বরুণ কুমার (৫৫, ৫৫), ললিত কুমার উপাধ্যায় (১৬), গুরজন্ত সিং (২২), বিবেক সাগর প্রসাদ (২৩), মনপ্রীত সিং (৩৭), শমসের সিং (৩৮) গোল করেন।

আগামী বৃহস্পতিবার গতবারের চ্যাম্পিয়ন জাপানের মুখোমুখি হবে ভারত। অপ্রত্যাশিতভাবে, ভারতীয়রা বরং ধির গতিতেই তাদের খেলা শুরু করেছিল এদিন। কিন্তু ধিরে ধিরেই ম্যাচের দখল ক্রমশ নিজেদের হাতে নিয়ে নেন হরমনপ্রীতরা। সিঙ্গাপুর ক্রমশ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলতে শুরু করে।

ভারতের প্রথম সুযোগ আসে ষষ্ঠ মিনিটে কিন্তু সুখজিৎ সিংয়ের শট সেভ করেন সিঙ্গাপুরের গোলরক্ষক সান্দ্রান গুগান। পরের মিনিটে ভারত তাদের প্রথম পেনাল্টি কর্নার পেয়ে যায় কিন্তু অধিনায়ক হরমনপ্রীত সিংয়ের ফ্লিককে সিঙ্গাপুর আটকে দেয়। ঠিক তার দু’মিনিট পর, মনদীপ সিং ভারতের দ্বিতীয় পেনাল্টি কর্নার ছিনিয়ে নেন কিন্তু আবারও সিঙ্গাপুরের গোলরক্ষক গুগান তাঁর ডান পায়ে কেরামতিতে হরমনপ্রীতকে সেই গোল করতে না দিয়ে একটি দুর্দান্ত সেভ করেন।

ভারত আক্রমণ অব্যাহত রাখে এবং অবশেষে ১২ মিনিটে গুরজন্ত সিংয়ের কাছ থেকে নিখুঁত পাসে মনদীপ গোলের মুখ খোলেন। প্রথম কোয়ার্টারের শেষ দুই মিনিটে ভারত আরও তিনটি পেনাল্টি কর্নার পায় কিন্তু সবই নষ্ট করে। সব মিলিয়ে, প্রথম কোয়ার্টারে ভারত পাঁচটি পেনাল্টি কর্নার পেয়েছিল কিন্তু একটিকেও গোলে রূপান্তর করতে পারেনি।

প্রথম কোয়ার্টার অতটাও মনোরঞ্জন না করতে পারলেও ভারত পরবর্তী ১৫ মিনিটে পাঁচটি গোল করে। দ্বিতীয় কোয়ার্টারের শুরুতেই ভারত তাদের লিড দ্বিগুণ করে ললিত। রীতিমতো প্রতিপক্ষ ডিফেন্ডারদের কাটিয়ে ১৮০ ডিগ্রি ঘুরে গোলে শট নেন।

২১ মিনিটে গুরজন্তের গোলে ব্যবধান বাড়ায় ভারত। মনদীপের বাঁ দিক থেকে একটি ক্রস পেয়ে যান গুরজন্ত এবং সেই চলতি বলেই তাঁর জোড়াল শট চলে যায় সিঙ্গাপুর জালে। এক মিনিট পরেই বিবেক সাগর প্রসাদের শট ধাক্কা খেয়ে চলে যায় গোলে ৪-০ করে ভারত। হরমনপ্রীত পরের মিনিটে ভারতের হয়ে পেনাল্টি কর্নার থেকে শেষ পর্যন্ত একটি গোল করে স্কোরলাইন ৫-০ করেন।

হাফ টাইমের ঠিক আগে, ভারত আরেকটি পেনাল্টি কর্নার পেয়ে গিয়েছিল কিন্তু তাও কাজে লাগাতে পারেনি। হাফটাইমে ভারত থামে ৬-০-তে। ৩৭ মিনিটে মনপ্রীতের মাধ্যমে ভারত তাদের লিড বাড়িয়ে নেয়, যিনি পেনাল্টি কর্নার থেকে হরমনপ্রীতের ফ্লিকে ডিফেক্ট করার জন্য সঠিক জায়গায় ছিলেন এবং তা গোলে রাখতে সক্ষণ হন।

ভারতের পক্ষে গোলের বৃষ্টি হচ্ছিল কারণ তারা তিন মিনিটের ব্যবধানে আরও তিনটি গোল করে হরমনপ্রীত পেনাল্টি কর্নার থেকে দু’বার গোল করে হ্যাটট্রিকটি সম্পূর্ণ করেন। অপর গোলটি করেন শমসের। গোল-ফেস্ট ভারতের জন্য অব্যাহত ছিল কারণ তারা আরও দু’টি দ্রুত পেনাল্টি কর্নার পেয়েছিল এবং হরমনপ্রীত আরও একটি ফ্লিকে তাঁর গোল সংখ্যা বাড়িয়ে নেন।

সিঙ্গাপুরের হয়ে সান্ত্বনামূলক গোল করেন জাকি জুলকারনাইন (৫৩)। বরুণ ম্যাচের শেষ পাঁচ মিনিটে পরপর দু’টি পেনাল্টি কর্নারকে গোলে রূপান্তরিত করতে সক্ষম হন। তবে শুরু থেকে আবারও সেই পেনাল্টি কর্নার থেকে গোল করতে না পারার সমস্যা থেকেই গিয়েছে ভারতীয় দলে। যা চিন্তা বাড়াবে টিম ম্যানেজমেন্টের। ভারতীয় দলের এই মুহূর্তে ড্র্যাগফ্লিকারের অভাব রয়েছে। না হলে ২২টি পেনাল্টি কর্নার পেয়ে সেখান থেকে মাত্র আটটি গোলই করতে পেরেছে ভারত।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments