অলস্পোর্ট ডেস্ক: দ্বিতীয় টেস্টে ৫-৩ ব্যবধানে জিতে সিরিজে সমতা ফেরালেও ট্রফি জয় হল না ভারতের। জার্মানির বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ ০-২ গোলে হেরে গিয়েছিল ভারত। দ্বিতীয় ম্যাচেই অবশ্য দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ৫-৩ গোলে জয় তুলে নেয়। কিন্তু সিরিজ ১-১ হয়ে যাওয়ায় টাইব্রেকারের মাধ্যমে সিরিজের সিদ্ধান্ত নেওয়া হয়, আর সেখানেই আবারও হারের মুখ দেখতে হয় ভারতকে। জার্মানি ৩-১ গোলে পেনাল্টি শুটআউট জিতে সিরিজ জিতে নেয়।
এদিন ম্যাচে হাফ টাইমে ভারত ০-১ গোলে পিছিয়ে ছিল। তৃতীয় কোয়ার্টারে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ভারত চার গোল করে। তার মধ্যে দুই গোল হরমনপ্রীত সিংয়ের। সুখজিৎও দু’টি গোল করেন এবং অভিষেক একটি গোল করেন। তবে, হরমনপ্রীত এবং অভিষেক গুরুত্বপূর্ণ পেনাল্টি মিস করায় ভারত শ্যুটআউটে হেরে ট্রফি হাতছাড়া করে।
তবে এদিনের ম্যাচ ছিল উত্তেজনায় ঠাসা। ভারত হয়তো শ্যুটআউটে হেরে ট্রফি হাতছাড়া করেছে, কিন্তু ভারতীয় হকি সম্পর্কে অনেক ইতিবাচক দিকের উন্মোচন হয়েছে। ম্যাচের সেরা হয়েছেন হরমনপ্রীত সিং।
শুটআউটের আগে টস জিতে নেয় জার্মানি। নিয়ম অনুযায়ী পাঁচটি শট, স্ট্রাইকার রান ইন এবং স্কোর করতে সাত সেকেন্ড পাবে।
পিআর শ্রীজেশের অবসরের পর এটাই ভারতের প্রথম পেনাল্টি শ্যুটআউট, যেখানে গোলের নিচে দায়িত্বের সঙ্গেই নেতৃত্ব দিলেন কৃষাণ পাঠক। শুটআউটে জার্মানি প্রথম স্ট্রোকেই ১-০-তে এগিয়ে যায়। পেনাল্টি শুটআউট স্ট্রোক নষ্ট করেন অধিনায়ক হরমনপ্রীত সিং। এর পর জার্মানির দ্বিতীয় শট বাঁচিয়ে দেন পাঠক। দ্বিতীয় সুযোগে ভারতের হয়ে গোল করেন অভিষেক। কিন্তু প্রতিপক্ষের রেফারেলের মাধ্যমে সেই গোল বাতিল হয়। জার্মানি দ্বিতীয় গোল করার পর ভারতের সামনে গোল করা বাধ্যতামূলক ছিল। সেই সময় ভারতের হয়ে ব্যবধান কমান আদিত্য। কিন্তু তাতে লাভ হল না। শেষ গোল করে ৩-১-এ সিরিজ জিতে নিল জার্মানি।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার