Thursday, December 5, 2024
No menu items!
Google search engine
Homeঅন্য খেলাঅলিম্পিক-এ যোগ্যতা অর্জনের জন্য ভারতীয় হকি দলকে পাকিস্তান যেতে হবে

অলিম্পিক-এ যোগ্যতা অর্জনের জন্য ভারতীয় হকি দলকে পাকিস্তান যেতে হবে

অলস্পোর্ট ডেস্ক: ২৩ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলা হ্যাংঝৌ এশিয়ান গেমসে ভারতীয় পুরুষ দল সোনা জিতে সরাসরি ২০২৪ প্যারিস অলিম্পিক-এ জায়গা করে নিতে পারে। না করতে পারলে তাদের যোগ্যতা অর্জন করার জন্য খেলতে যেতে হবে পাকিস্তানে। এমনটাই জানিয়েছেন হকি ইন্ডিয়ার সভাপতি দিলীপ তির্কে। মহাদেশীয় ইভেন্টে জয়ী হলে দল সরাসরি অংশ নিতে পারবে অলিম্পিকে। তা না হলে নিয়ম অনুযায়ী যোগ্যতা অর্জনের জন্য আবার খেলতে হবে পাকিস্তান ও স্পেনের নির্বাচিত ভেন্যুগুলিতে।

‘‘আমরা চেষ্টা করবো যাতে হ্যাংঝৌতেই আমরা অলিম্পিকের যোগ্যতা অর্জন করে নিতে পারি। কিন্তু যদি কোনও কারণে আমরা যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হই, তাহলে অলিম্পিকের জন্য পাকিস্তান এবং স্পেনে যে ভেন্যুগুলি বাছা হয়েছে সেখানে আমরা অবশ্যই যাব,’’ বুধবার একটি সংবাদমাধ্যমকে এমনটাই জানিয়েছেন দিলীপ তির্কে।

পাকিস্তানে যাওয়ার জন্য সরকারি ছাড়পত্রের প্রয়োজন হবে। এরপর এটাই দেখার বিষয় হবে যদি যোগ্যতা অর্জনের জন্য জাতীয় হকি দলের পাকিস্তান যাওয়ার প্রয়োজন হয় তখন কেন্দ্রের কী প্রতিক্রিয়া হয়।

‘‘সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল প্রতিটি বড় ইভেন্টে খেলার আগে আমরা অনুশীলন ম্যাচ খেলে থাকি। তাতে আমাদের চোট লাগার সম্ভাবনা কী একেবারেই নেই? তাই আমার মনে হয় এই ইভেন্টটিকে আমাদের প্রস্তুতির মাধ্যম হিসেবেই গ্রহন করা উচিত, তবে এটি একটি প্রতিযোগিতা মুলক ইভেন্টও বটে। এখনও বেশ কিছুটা সময় আছে, প্রায় একমাসের কাছাকাছি এশিয়ান গেমসের জন্য প্রস্তুতি নেওয়ার। যদি অনুশীলন ম্যাচে কেউ চোট বা আঘাত পায় তাহলে বেশী চাপ নেওয়ার দরকার নেই। এখানে আমাদের সেরাটা দেওয়ার দিকে মন দেওয়া উচিত,’’ বলছেন দিলীপ তির্কে।

গত ১৬ বছরের মধ্যে প্রথমবার চেন্নাই প্রতিযোগিতামূলক আন্তর্জাতিক হকির প্রত্যাবর্তনের সাক্ষী হতে চলেছে।

এই বিষয়ে তামিলনাড়ুর যুব কল্যাণ ও ক্রীড়া উন্নয়ন মন্ত্রী উদয়নিধি স্টালিন বলেন, ‘‘একটি প্রধান কারণ ছিল বিশ্বকাপের পরে, আমি আর্ন্তজাতিক হকি ফেডারেশনকে অনুরোধ করেছিলাম, যে আমাদের এখানে খুবই ভাল স্টেডিয়াম আছে এবং আমরা এখানে আন্তর্জাতিক ইভেন্ট করতে চাই। এটা করার জন্য আমি তাঁদের ধন্যবাদ জানাই,’’।

এই একই প্রশ্ন এশিয়ান হকি ফেডারেশনের সিইও মহম্মদ তৈয়াব ইক্রমকে করা হলে তিনি একটি হাস্যকর জবাব দেন। তিনি বলেছেন ‘‘কেন এত বেশী সময় লাগল চেন্নাইতে আন্তর্জাতিক হকি নিয়ে আসতে, আমরা সেই কবে থেকে অপেক্ষায় আছি। কবে আমাদের দলনেতা এই বিষয়ে চিন্তা ভাবনা করবেন।’’  

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments