অলস্পোর্ট ডেস্ক: সোমবার ভারতীয় জুনিয়র পুরুষ হকি দল ৬-২ ব্যবধানে নিউজিল্যান্ডকে হারিয়ে জোহর কাপের সেমিফাইনালে প্রবেশ করল। ভারতের হয়ে আমানদীপ লাকরা হ্যাটট্রিক করলেন। লাকরা (২, ৭, এবং ৩৫ মিনিটে), অরুণ সাহানি (১২, ৫৩ মিনিটে) এবং পুভান্না চন্দুরা ববি (৫২ মিনিটে) মিলে ছয়টি গোল করে ভারত। নিউজিল্যান্ডের হয়ে লিউক আলদ্রেদ (২৯, ৬০ মিনিটে) দু’টি গোল করেছিলেন।
ভারতীয় দল প্রথম থেকেই ভাল খেলছিল। ম্যাচ শুরু হওয়ার প্রথম মিনিটেই পেনাল্টি কর্নার পায় ভারত। সেটা কাজে লাগিয়ে লাকরা প্রথম গোলটি করে ১-০ ব্যবধান এনে দেন। চাপে পড়ে নিউজিল্যান্ড। সেই চাপ সামলে উঠতে না উঠতেই সাত মিনিটে আবার একটি পেনাল্টি কর্নার আসে ভারতের। আবার লাকরা এগিয়ে আসেন এবং শট মারেন। ভারতের গোলের দিন ছিল এদিন। কারণ ১২ মিনিটেই আরও একটি শট আসে, গোলটি করেন সাহানি। শেষ হয় প্রথম কোয়ার্টার।
৩-০ লিডে শুরু হয় দ্বিতীয় কোয়ার্টার। এই সময়ে গোল করতে গিয়ে ঘাম ছোটাতে হয় ভারতকে। ভাল ডিফেন্স রাখছিল নিউজিল্যান্ড। ২৯তম মিনিটে লিউক আলদ্রেদ নিউজিদের হয়ে প্রথম গোল হাঁকান। তৃতীয় কোয়ার্টারে ভারত আবার ফর্মে ফেরে। ৩৫ তম মিনিটে লাকরা শট মেরে তাঁর হ্যাটট্রিক পূরণ করেন। ৪-১ গোলে শেষ হয় তৃতীয় কোয়ার্টার।
চতুর্থ কোয়ার্টারে নিউজিল্যান্ড মরিয়া চেষ্টা করে গেমে ফেরার কিন্তু ভারতের শক্তিশালী ডিফেন্স বাধা দেয় তাদেরকে। ভারতের বাকি দু’টি গোল আসে পরপর ৫২ এবং ৫৩ মিনিটে। পুভান্না ভারতের পাঁচ নম্বর গোল করেন এবং পরেরটা সাহানি। ম্যাচের শেষে একটি গোল করলেও নিউজিল্যান্ড হেরে মাঠ ছাড়ে।
অন্যদিকে এশিয়ান চ্যাম্পিয়নশিপ ট্রফিতে চিনকে হারিয়ে এশিয়ান গেমসে হারের বদলা নিয়ে নিল ভারতের মহিলা হকি দল। হাড্ডাহাড্ডি লড়াই শেষে ২-১ গোলে ম্যাচ জিতে নেয় ভারত। ভারতের হয়ে গোল দু’টি করেন দীপিকা ও সালিমা। চিনের হয়ে একমাত্র গোলটি করেন ঝং জিয়াকি। ভারতের গোল দুটো আসে ১৫ ও ২৬ মিনিটে। ৪১ মিনিটে ব্যবধান কমায় চিন। এদিন ভারতের মেয়েরা তাদের গ্ৰুপ পর্বের তৃতীয় ম্যাচ জয়ের সঙ্গেই শীর্ষস্থান ধরে রেখেছে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার