অলস্পোর্ট ডেস্ক: মানু ভাকর এবং সরবজ্যোত সিং প্যারিস অলিম্পিক ২০২৪-এর চতুর্থ দিন দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ১০ মিটার এয়ার পিস্তল মিক্স টিম শ্যুটিং ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতে ইতিহাস তৈরি করলেন৷ যৌথ ইতিহাসের পাশাপাশি ব্যক্তিগত ইতিহাসেও নাম লেখালেন মানু ভাকর। স্বাধীন ভারতের ইতিহাসে প্রথম ক্রীড়াবিদ যিন অলিম্পিকের একটি সংস্করণে দু’টি পদক জিতলেন।
মানু ভাকর স্বাধীনতার পর প্রথম ভারতীয় অ্যাথলিট যিনি একটি অলিম্পিকে দু’টি পদক তুলে নিয়েছেন, ইতিমধ্যেই মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তলে ব্রোঞ্জ জিতেছেন৷ এটি ভারতীয় শুটিং এবং সমগ্র দেশের জন্য একটি বিশাল মুহূর্ত!
একমাত্র ভারতীয় অ্যাথলিট যিনি আগে এটি করেছেন তিনি হলেন নরম্যান প্রিচার্ড। ১৯০০ গেমসের সময় অ্যাথলেটিক্সে দু’টি রুপো জিতেছিলেন যখন ভারত ব্রিটিশ শাসনের অধীনে ছিল। প্রিচার্ডের পরে, কোনও ভারতীয় ক্রীড়াবিদ অলিম্পিকের একটি মরসুমে দু’টি পদক জিততে সক্ষম হননি।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার