Tuesday, February 18, 2025
No menu items!
Google search engine
Homeঅন্য খেলাএশিয়ান গেমস-এ ভারতীয় ‘সুপার মম’দের চিনে নিন, পারবেন কি তাঁরা পদক আনতে

এশিয়ান গেমস-এ ভারতীয় ‘সুপার মম’দের চিনে নিন, পারবেন কি তাঁরা পদক আনতে

অলস্পোর্ট ডেস্ক: মা হওয়ার পর আবার খেলার জগতে ফিরে আসা সত্যিই খুব একটা সহজ নয়। কিন্তু ভারতীয় ক্রীড়াবিদদের মধ্যে অনেকেই এখন মা হওয়ার পরেও খেলায় ফিরে আসছেন। তাঁদের মধ্যে অন্যতম হলেন কিংবদন্তি বক্সার মেরি কম। এবং ছ’বার গ্র্যান্ড স্ল্যাম জয়ী সানিয়া মির্জা। তাঁদের দেখে অনুপ্রাণিত হচ্ছেন ভারতীয় মহিলা ক্রিড়াবিদরা। ২৩ সেপ্টেম্বর থেকে হাংঝৌতে শুরু হচ্ছে এশিয়ান গেমস । এবছর অনেক ক্রিড়াবিদ রয়েছেন যারা মা হওয়ার পর আবার খেলার দুনিয়ায় ফিরে এসেছেন। সংসার সামলানোর সঙ্গে কেরিয়াকেও সমানভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন তাঁরা। এশিয়ান গেমসে অংশ নেওয়া সেই মহিলা প্রতিযোগিদের দিকে এক নজর।

দীপিকা পাল্লিকাল (স্কোয়াশ)

ভারতীয় স্কোয়াশের পোস্টার গার্ল দীপিকা পাল্লিকাল ভারতের একজন ধারাবাহিক পারফর্মার। ২০১৪-তে গ্লাসগো কমনওয়েলথ গেমসে ভারতকে প্রথম সোনা এনে দিয়েছিলেন জোশনা চিনাপ্পার সঙ্গে জুটি। সেরা ১০-এ থাকা প্রথম ভারতীয় মহিলা হওয়ার পাশাপাশি তিনি বিশ্ব চ্যাম্পিয়নশিপ, কমনওয়েলথ গেমস এবং এশিয়ান গেমসেও বেশ কয়েকটি পদক জিতেছেন।

২০২১-এর অক্টোবরে দীপিকা এবং তাঁর স্বামী ক্রিকেটার দীনেশ কার্তিক যমজ সন্তানের জন্ম দেন। দুই ছেলের নাম রাখেন কবির এবং জিয়ান। মা হওয়ার কয়েক মাস পরে তিনি আবার কোর্টে ফিরে আসেন। এবং ফিরে আসার পর তিনি বার্মিংহাম কমনওয়েলথ গেমসে মিক্স ডাবলসে ব্রোঞ্জ পদক জেতেন। হ্যাংধৌ এশিয়ান গেমসে দীপিকা মিক্স ডাবলস ইভেন্টে খেলবেন।

কনেরু হাম্পি (দাবা)

গ্র্যান্ডমাস্টার কনেরু হাম্পি ভারতের অন্যতম সেরা দাবা খেলোয়াড়। তিনি ২০০২-এ ১৫ বছর, এক মাস, ২৭ দিন বয়সে গ্র্যান্ডমাস্টার খেতাব জিতেছিলেন তিনি। ২৬০০ এলো রেটিং নিয়ে। ২০১৭-তে তাঁর মেয়ে অহনার জন্ম হয়। তাঁর পরে তিনি মাতৃত্বকালীন বিরতি নেন।

তাঁর দু’বছর পর তিনি আবার তিনি ফিরে আসেন ক্রীড়া জগতে। ২০১৯-২১ –এ তিনি ফিডে মহিলা গ্রাঁপ্রি-তে রানার আপ হন। ৩৬ বছর বয়সী কনেরু হাংঝৌতে একক এবং টিম ইভেন্টে খেলবেন।

হারিকা দোরোনাভাল্লি (দাবা)

ভারতীয় গ্র্যান্ডমাস্টার তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নশিপের পদক জয়ী ৩২ বছরের হরিকা মহিলাদের অনুপ্রেরণা। গত বছর গর্ভাবস্থার নবম মাসেও তিনি দাবা অলিম্পিয়াডে খেলেছিলেন। কোনেরু হাম্পি, আর বৈশালী, তানিয়া সচদেব এবং ভক্তি কুলকার্নির পাশাপাশি, হরিকা দাবা অলিম্পিয়াডে মহিলা দলের হয়ে ব্রোঞ্জ জিতেছেন। যা মহিলাদের বিভাগে ভারতের প্রথম পদক।

২০১০-এ গুয়াংঝৌ গেমসে ব্যক্তিগত বিভাগে ব্রোঞ্জ জিতেছিলেন। এবছর তিনি তাঁর ঝুলিতে আরেকটি এশিয়ান গেমসের পদক যোগ করতে চাইবেন।

মনপ্রীত কৌর (শট পাট)

মহিলাদের শট পাট ইভেন্টে থাকবেন মনপ্রীত কৌর। জাতীয় রেকর্ডজয়ী, কৌর পাতিয়ালার সাহাউলি গ্রামের মেয়ে। ২০১০-এ দিল্লি কমনওয়েলথ গেমসে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন। তারপরে বিয়ে এবং কন্যা জাসনুরের জন্মের পরে তিন বছরের বিরতি নিয়েছিলেন। ২০১৬-এ তিনি ফিরে আসেন এবং রিও ২০১৬ অলিম্পিকের জন্য যোগ্যতা অর্জন করা একমাত্র ভারতীয় মহিলা হয়ে ওঠেন।

২০১৭-র জুলাইয়ে কৌরকে চার বছরের ডোপিং নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল৷ কিন্তু তিনি গত বছর ১৮.০৬ মিটার ছুঁড়ে আবার ফিরে এসেছিলেন। তিনি শুধু নিজের জাতীয় রেকর্ডই ভাঙেননি শট পাটে ১৮ মিটার ছুঁড়ে প্রথম ভারতীয় মহিলা হয়েছেন৷

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments