Friday, February 14, 2025
No menu items!
Google search engine
Homeঅন্য খেলাবিজেপির মহিলা সাংসদদের চিঠি দিল সাক্ষী মালিকরা      

বিজেপির মহিলা সাংসদদের চিঠি দিল সাক্ষী মালিকরা      

অলস্পোর্ট ডেস্কঃ ব্রিজভূষণের বিরুদ্ধে একাধিক প্রমাণ থাকলেও সরকার কিছু শুনছে না বলে অভিযোগ করেছেন বজরং পুনিয়া, সাক্ষী মালিক, বিনেশ ফোগটরা। কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলে এ বার বিজেপির মহিলা সাংসদদের দ্বারস্থ হয়েছেন সাক্ষী, বিনেশরা।

যন্তর মন্তরে সাংবাদিক বৈঠকে বিনেশ বলেছেন, ‘‘২২ দিন ধরে আমরা অনশন করছি। কিন্তু বিজেপির এক জন মহিলা সাংসদও আমাদের পাশে এসে দাঁড়াননি। তাই আমরা ৪৩ জন মহিলা সাংসদের কাছে ইমেল ও চিঠিতে আমাদের আবেদন জানিয়েছি। আশা করছি এ বার তাঁরা আমাদের পাশে থাকবেন।’’

এর মধ্যেই অবশ্য এগিয়ে এসেছে ভারতীয় অলিম্পিক্স অ্যাসোসিয়েশন। কুস্তি সংস্থা চালানোর দায়িত্ব নিয়েছে তারা। ১২ মে অলিম্পিক্স সংস্থা চিঠি দিয়ে জানিয়েছে, কুস্তি সংস্থার যাবতীয় দায়িত্ব তারা নেবে। সংস্থার সব নথি তাদের কাছে জমা দিতে বলা হয়েছে। এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন কুস্তিগিররা। তাঁরা আশা রাখছেন, এ বার ন্যায়বিচার পাবেন। বজরং বলেছেন, ‘‘আমাদের বিচারের পথে এটাই প্রথম পদক্ষেপ। আমাদের লড়াই সবে শুরু হয়েছে। ন্যায় না পাওয়া অবধি সেই লড়াই চলবে।’’ অলিম্পিক্স সংস্থা জানিয়েছে, আপাতত তাদের তিন সদস্যের কমিটি সবটা দেখাশোনা করবে। আগামী ৪৫ দিনের মধ্যে কুস্তি সংস্থায় নির্বাচন করে নতুন কমিটি তৈরি করা হবে। তার পরে সেই কমিটির হাতে ক্ষমতা তুলে দেওয়া হবে।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments