Thursday, December 5, 2024
No menu items!
Google search engine
Homeঅন্য খেলাঅলিম্পিক ২০২৪-এর অষ্টম দিন একাধিক পদকের লক্ষ্যে নামবেন ভারতীয়রা

অলিম্পিক ২০২৪-এর অষ্টম দিন একাধিক পদকের লক্ষ্যে নামবেন ভারতীয়রা

অলস্পোর্ট ডেস্ক: প্যারিস অলিম্পিক ২০২৪-এ ভারতের দিনটিতে রয়েছে বেশ কিছু পদকের আশা। তাঁর মধ্যে মানু ভাকর রয়েছেন আরো একটি ইতিহাসের সামনে। প্যারিস ২০২৪-এ দু’বারের পদক জয়ী মহিলাদের ২৫ মিটার পিস্তলের ফাইনালে সোনার জন্য লড়াই করবেন, এবং তিনি অলিম্পিকের একক সংস্করণে তিনটি পদক জিতে প্রথম ভারতীয় অ্যাথলিট হওয়ার লক্ষ্যে রয়েছেন৷ দীপিকা কুমারী এবং ভজন কৌরের লক্ষ্য তিরন্দাজিতে সাম্প্রতিক ফর্মের উন্নতি অব্যাহত রাখা, কারণ তাঁরা মহিলাদের ব্যক্তিগত রাউন্ড অফ ১৬-তে অংশগ্রহণ করবেন। নিশান্ত দেব তাঁর পুরুষদের ৭১ কেজি বক্সিং কোয়ার্টার ফাইনালে জিতলে পদক নিশ্চিত হবে৷


তিরন্দাজি
মহিলাদের ব্যক্তিগত ১/৮ নির্মূল 
দীপিকা কুমারী (দুপুর ১:৫২), ভজন কৌর (দুপুর ২:০৫)

মহিলাদের ব্যক্তিগত কোয়ার্টার-ফাইনাল (যোগ্যতা অর্জন করতে পারলে) – বিকেল ৪:৩০ থেকে

মহিলাদের ব্যক্তিগত সেমিফাইনাল (যোগ্যতা অর্জন করতে পারলে) – বিকাল 5:22 থেকে

মহিলাদের ব্যক্তিগত ব্রোঞ্জ পদক ম্যাচ (যোগ্য হলে) – বিকেল ৬:০৩

মহিলাদের ব্যক্তিগত স্বর্ণপদক ম্যাচ (যোগ্যতা অর্জন করতে পারলে হলে) – সন্ধ্যা ৬:১৬

বক্সিং
পুরুষদের ৭১ কেজি কোয়ার্টার ফাইনাল
নিশান্ত দেব রাত ১২:১৮

গলফ 
পুরুষদের ব্যক্তিগত স্ট্রোকপ্লে – রাউন্ড ৩
শুভঙ্কর শর্মা এবং গগনজিৎ ভুলার (দুপুর ১২:৩০) 

পালতোলা নৌকা
পুরুষদের ডিঙ্গি ১এলসিএ৭ – রেস ৫ এবং ৬
বিষ্ণু সর্বানন (বিকেল ৩.৫০)

মহিলাদের ডিঙ্গি ১এলসিএ৬ – রেস ৪, ৫ এবং ৭
নেত্রা কুমানন (বিকেল ৫.৫৫)

শ্যুটিং 
২৫ মিটার পিস্তল মহিলাদের ফাইনাল
মানু ভাকর দুপুর ১টা 

স্কিট পুরুষদের যোগ্যতা – দিন ২
অনন্তজিৎ সিং নারুকা (দুপুর ১২.৩০)

স্কিট ফাইনাল (যোগ্যতা অর্জন করতে পারলে) – সন্ধ্যা ৭টা

স্কিট মহিলাদের যোগ্যতা – দিন ১
মহেশ্বরী চৌহান ও রাইজা ঢিলন

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments