অলস্পোর্ট ডেস্কঃ বিশ্ব অ্যাথলেটিক্সের সবথেকে জনপ্রিয় ইভেন্টটির নাম ১০০ মিটার দৌড়। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ অলিম্পিক্সেও এই বিভাগটির জন্য মুখিয়ে থাকেন সকলে। এই বিভাগকে জনপ্রিয় করে তুলেছিলেন সেই জিম হাইন্স সম্প্রতি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। প্রসঙ্গত জিম হলেন প্রথম ব্যক্তি যিনি প্রথমবার ১০০ মিটারের দৌড়ে প্রথম হয়েছিলেন। সরকারিভাবে ১০০ মিটারের দৌড় ১০ সেকেন্ডের কম সময়ে দৌড়ে তাক লাগিয়ে দিয়েছিলেন তিনি।
আমেরিকার প্রাক্তন তারকা স্প্রিন্টার জিম হাইন্স ১৯৬৮ সালে প্রথমবার এই নজির গড়েছিলেন। ১৯৬৮ আমেরিকার চ্যাম্পিয়নশিপে এই নজির গড়েন তিনি। ১৯৬৮ সালেই গ্রীষ্মকালীন অলিম্পিক্সের আসর বসেছিল মেক্সিকোতে। সেখানে ১০০ মিটার দৌড়েও অংশ নেন তিনি। বিশ্ব অ্যাথলেটিক্স সংস্থার ওয়েবসাইট থেকে তাঁর মৃত্যুর এই তথ্য জানিয়ে শোকপ্রকাশ করা হয়েছে। ১৯৬৮ সালের আমেরিকার চ্যাম্পিয়নশিপে ১০০ মিটার দৌড় তিনি শেষ করেছিলেন ৯.৯ সেকেন্ড সময়ে। ইলেকট্রনিক্যাল সময় যদিও ছিল ১০.০৩ সেকেন্ড। তবে ১৯৭৭ সালের আগে এই ইলেকট্রনিক্যাল সময়ের কোন ভুল ক্রুটি শুধরানোর জায়গা ছিল না। ১৯৬৮ সালের মেক্সিকো সিটি অলিম্পিক্সেও তিনি ১০০ মিটারে সোনা জিতেছিলেন।
অলিম্পিক্সে অবশ্য তাঁর সময় ধরা হয় ৯.৯ সেকেন্ড। ইলেকট্রনিক্যালিও সেই সময় ছিল ১০’র নীচে অর্থাৎ ৯.৯৫ সেকেন্ড। ১৯৪৬ সালে আরকানসাসের দুমাসে জন্ম হয় তাঁর। ক্যালিফোর্নিয়াতে থাকাকালীন বেসবলের প্রতি আকৃষ্ট হন তিনি। পরবর্তীতে জিম কোলেম্যানের দ্বারা অনুপ্রাণিত হয়ে তিনি অ্যাথলেটিক্সকে তাঁর কেরিয়ার হিসেবে বেছে নেন। বাকি ইতিহাসটা প্রায় সকলের কম বেশি জানা। ১০০ মিটারে মাত্র ১৭ বছর বয়সেই তিনি বিশ্ব ক্রমতালিকায় প্রথম ২০’তে ঢুকে পড়েছিলেন। ১৯৬৬ আমেরিকার চ্যাম্পিয়নশিপে তিনি ২০০ মিটারেও চ্যাম্পিয়ন হয়েছিলেন। ১০০ মিটারে অফিসিয়ালি ১০ সেকেন্ডের নীচে দৌড়ানো প্রথম অ্যাথলিট হিসেবে যে রেকর্ড তিনি করেন তা ১৫ বছর অক্ষত ছিল। পরবর্তীতে তাঁর স্বদেশীয় ক্যালভিন স্মিথ এই রেকর্ডটি ভেঙে ছিলেন।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার