অলস্পোর্ট ডেস্ক: টাটা স্টিল ওয়ার্ল্ড ২৫কে ইভেন্টের সূচনার ঘোষণা হয়ে গেল কলকাতার এক পাঁচতারা হোটেলে। ইভেন্টটি যদিও হয় প্রতিবছর ডিসেম্বর মাসেই। এবার সেই দিনটি পড়েছে ১৫ ডিসেম্বর। মাসের তৃতীয় রবিবার। প্রথম এই ম্যারাথন আন্তর্জাতিক মাত্রা পেতে চলেছে। যে কারণে বদলে ফেলা হয়েছে লোগো। এবার যোগ দিতে পারবেন বিদেশ থেকে প্রতিযোগীরাও। যে কারণেই এই ইভেন্ট আন্তর্জাতিক মাত্রা পেতে চলেছে। বদলে ফেলা ইভেন্টের লোগোও উদ্বোধন হয়ে গেল এদিনই।
বুধবার ইভেন্টের লোগো উদ্বোধন ও দিন ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, টাটা স্টিলের ভাইস প্রেসিডেন্ট কর্পোরেট সার্ভিস চানক্য চৌধরী। ১০ বছর আগে ২০১৪ সালে প্রথম কলকাতা ম্যারাথনের পথ চলা শুরু হয়েছিল। এটি নবমবার হতে চলেছে। ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে ম্যারাথনে অংশ নেওয়ার জন্য নাম রেজিস্ট্রেশন। এই প্রতিযোগিতার পুরস্কার মূল্য থাকছে ১৪২,২১৪ আমেরিকান ডলার।
চানক্য চৌধরী বলেন, “এটা শুধু রেস নয়, এটা ফিটনেস ও যৌথতার পরিচয়। বিশ্বমানের অ্যাথলিট থেকে এই ইভেন্টকে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়াটাই এর গুরুত্ব। যা কলকাতাকেও বিশ্বের মঞ্চে পৌঁছে দেবে। আমরা এই ইভেন্টকে বছরের পর বছর ধরে এগিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি আরও উন্নত করতে চাই।” তিনি এও জানান, প্রতিবছর নিয়ম করে প্রতিযোগীর সংখ্যা বেড়েছে এই ইভেন্টে।
চানক্য চৌধরী ছাড়াও ছিলেন বিবেক সিং, অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়-সহ এই ইভেন্টর সঙ্গে যুক্ত আরও অনেকে। আয়োজকদের বিশ্বাস, এই মুহূর্তে কলকাতার যা পরিস্থিতি, যে আন্দোলন চলছে রাজ্য জুড়ে তা আরও একবার মানুষকে ঐক্যবদ্ধ করবে এই ম্যারাথনের মধ্যে দিয়ে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার