অলস্পোর্ট ডেস্ক: জাপান ওপেন ২০২৩-এর সেমিফাইনালেই যাত্রা শেষ হল ভারতীয় তারকা শাটলার লক্ষ্য সেনের। ইন্দোনেশিয়ার জোনাথন ক্রিস্টির কাছে হেরে যান তিনি। ২১ বছরের লক্ষ্য প্রথম থেকেই নিজের লক্ষ্যে স্থির ছিলেন শনিবার। তাঁর বিপক্ষে থাকা ক্রিস্টিকে তিনি প্রথম থেকেই চাপে রেখেছিলেন। কিন্তু শেষ রক্ষা হল না। পঞ্চম বাছাই ক্রিস্টির কাছেই পরাস্ত হতে হল লক্ষ্য সেনকে। ২১-১৫, ১৩-২১, ২১-১৬ গেমে ম্যাচ জিতে যান ক্রিস্টি।
৬৮ মিনিটের রুদ্ধশাস ম্যাচের সাক্ষী থাকল ব্যাডমিন্টন প্রেমীরা। লক্ষ্যকে আটকাতে ক্রিস্টিকে বেগ পেতে হয়েছে ভালই। প্রথম দিকে ইন্দোনেশিয়ার শাটলার বেশ কিছু অনিচ্ছাকৃত ভুল করার জন্য লক্ষ্য প্রথমে ৭-৪ ব্যবধানে এগিয়ে ছিলেন। নেট শট মারতে গিয়ে লক্ষ্যের দু’বার ভুল ক্রিস্টিকে আবার গেমে ফিরিয়ে আনে। তিন পয়েন্ট পেয়ে আবার ম্যাচে ফিরে আসেন তিনি।
পরপর ড্রপ শট খেলে স্কোর সমানে সমানে নিয়ে আসেন ক্রিস্টি। ১৫-১২ ব্যবধানে লক্ষ্য এগিয়ে ছিল। সেখান থেকে ইন্দোনেশিয়ার শাটলার গেম নিয়ে যায় ১৯-১৩ ব্যবধানে। ক্রিস্টির হাতে পাঁচ পয়েন্ট ছিল। সে সময় সেন একটি অনিচ্ছাকৃত ভুল করায় হাতের বাইরে চলে যায় গেম। দ্বিতীয় ম্যাচে ফেরার জন্য তিনি তাঁর খেলার ধরন পরিবর্তন করেন।
তৃতীয় গেমে লক্ষ্যকে তাঁর উচ্চতার জন্য সমস্যায় পড়তে হয়। সবরকম চেষ্টা করেও ক্রিস্টিকে কোনওভাবে নিয়ন্ত্রণে আনতে পারেননি তিনি। ১৫-১১ ব্যবধানে এগিয়ে যায় ইন্দোনেশিয়ার শাটলার।
জাপান ওপেনের সেমিফাইনালে বিশ্ব ব়্যাঙ্কিংয়ের নয় নম্বরে থাকা এবং এশিয়ান গেমস চ্যাম্পিয়ন জোনাথন ক্রিস্টির কাছে ২১-১৫ ব্যবধানে হারেন লক্ষ্য। এরপর দ্বিতীয় গেমে ঘুরে দাঁড়ান ভারতীয় শাটলার। দারুণ লড়াই করে দ্বিতীয় গেম ২১-১৩ ব্যবধানে জেতেন লক্ষ্য।
শেষ গেমেও হাড্ডাহাড্ডি লড়াই দেখা যায় লক্ষ্য ও জোনাথনের মধ্যে। এই ম্যাচ নির্ণায়ক গেমে জোনাথনের দারুণ ডিফেন্স ও অসাধারণ শটকে লক্ষ্য প্রতিরোধ করার চেষ্টা করলেও শেষ পর্যন্ত ১৬-২১ ব্যবধানে তৃতীয় গেমে হেরে যায় ভারতীয় শাটলার।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার