অলস্পোর্ট ডেস্ক: ভারতীয় ব্যাডমিন্টনে ঐতিহাসিক মুহূর্ত তৈরি করলেন লক্ষ্য সেন। কোয়ার্টার ফাইনালে চাইনিজ তাইপেইয়ের চৌ তিয়েন-চেনের বিরুদ্ধে তিন গেমের রোমাঞ্চকর জয়ের মাধ্যমে প্রথম ভারতীয় পুরুষ শাটলার হিসেবে সেমিফাইনালে পৌঁছে গেলেন লক্ষ্য। পদক থেকে মাত্র এক জয় দূরে দাঁড়িয়ে তিনি। লক্ষ্যের আগে, কিদাম্বি শ্রীকান্ত (২০১৬) এবং পারুপল্লী কাশ্যপ (২০১২) কোয়ার্টার-ফাইনালে পৌঁছেছিলেন। এবার প্যারিস থেকে ব্যাডমিন্টন পদকের জন্য সেনই ভারতের একমাত্র আশা।
লক্ষ্য এখন প্রথম ভারতীয় পুরুষ শাটলার এবং পিভি সিন্ধু এবং সাইনা নেহওয়ালের পরে তৃতীয় ভারতীয় যিনি অলিম্পিকে ব্যাডমিন্টন একক সেমিফাইনালে প্রবেশ করলেন।
লক্ষ্য সেন কোয়ার্টার ফাইনালে চৌ তিয়েন-চেনকে ১৯-২১, ২১-১৫, ২১-১২-তে হারিয়ে দেন। লক্ষ্যকে নিয়ে প্রথম থেকেই স্বপ্ন দেখেছিল দেশ। এখনও পর্যন্ত তিনি সেই স্বপ্ন জিইয়ে রেখেছেন। লন্ডনে সাইনা নেহওয়াল ২০১২-তে ব্রোঞ্জ জিতেছিলেন, পিভি সিন্ধু রিও ২০১৬-তে রুপো এবং টোকিও ২০২২-এ ব্রোঞ্জ জিতেছিলেন। প্যারিসে লক্ষ্য সেন কি ২০২৪ অলিম্পিকে ভারতের জন্য ব্যাডমিন্টন পদক নিয়ে আসবেন? এখন সেই দিকেই তাকিয়ে পুরো দেশ।
চাইনিজ তাইপেইয়ের চৌ তিয়েন-চেনও প্রশংসার দাবিদার। তিনি একজন ক্যান্সার সারভাইভার, এটা ভুলে গেলে চলবে না। তিনি ১৫-১৭ থেকে প্রথম গেম ২১-১৯ জিতে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছিলেন। তিনি ২২ বছর বয়সী লক্ষ্য সেনের বিরুদ্ধে লড়াই চালিয়ে যান। কিন্তু লক্ষ্য সেন যে ফর্ম আর ফিটনেসের তুঙ্গে রয়েছেন তা আরও একবার প্রমাণ করে দিলেন পরের দুটো সেট জিতে সেমিফাইনালে পৌঁছে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার