অলস্পোর্ট ডেস্ক: শুটিংয়ে ভারতের হয়ে রেকর্ড করেই পদক নিয়ে এলেন মানু ভাকর। ভারতের প্রথম মহিলা শুটার হিসেবে শনিবার ফাইনালে পৌঁছেছিলেন তিনি আর রবিবার পদক জিতে সেই রেকর্ডকে আরও একধাপ এগিয়ে দিলেন। ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে ভারতকে এই পদক এনে দিলেন তিনি। যা পুরো দেশের কাছে গর্বের মুহূর্ত। যা শুটিংয়ে ১২ বছরের পদক অপ্রাপ্তির যন্ত্রণাকেও কাটালো।
তর্কাতীতভাবে এমন একটি খেলা যেখানে ত্রুটির মার্জিন শ্যুটিংয়ের মতোই ছোট। টোকিও হার্টব্রেক হওয়ার তিন বছর পর, তিনি নিজে ঘুরে দাঁড়িয়ে শনিবার প্যারিস অলিম্পিকে মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তলের ফাইনালে পৌঁছে যাওয়ার জন্য একটি অত্যন্ত আত্মবিশ্বাসী পারফরম্যান্স দিয়ে পদকের স্বপ্নটা দেখিয়েই দিয়েছিলেন। অলিম্পিক গেমসে একটি স্বতন্ত্র শুটিং ইভেন্টের ফাইনালে পৌঁছানো ভারতের প্রথম মহিলা শ্যুটার তিনিই। রবিবার ফাইনালে পোডিয়াম ফিনিশ করে একমাত্র ভারতীয় শ্যুটার হিসেবে স্বর্ণপদক জয়ের স্বপ্ন নিয়েই নেমেছিলেন তিনি। কিন্তু ব্রোঞ্জেই থামতে হলো।
২২ বছর বয়সী ভারতীয় শুটার তৃতীয় স্থানে থেকে ৫৮০ স্কোর করে ফাইনালের যোগ্যতা অর্জন করেছিলেন। যেখানে হাঙ্গেরিয়ান তারকা ভেরোনিকা ৫৮২ স্কোর নিয়ে শীর্ষে শেষ করেছিলেন। ফাইনালের শুরুতেও তিন নম্বরে ছিলেন তিনি। এর পর তিনি উঠে আসেন দ্বিতীয় স্থানে। তখন তাঁর পয়েন্ট ১৩১। প্রথমে থাকা প্রতিযোগীর থেকে মাত্র .৭ পয়েন্ট পিছিয়ে ছিলেন।
কখনও দ্বিতীয় আবার কখনও তৃতীয় স্থানে ওঠা-নামা করছিলেন মানু। লড়াইটা চলছিল দুই কোরিয়ান প্রতিযোগীর সঙ্গে ভারতের। শেষ তিনের লড়াইয়ে টানটান উত্তেজনার মধ্যেও নিজের সেরাটা দিয়ে গেলেন তিনি। তবে সোনা এল না। তাঁকে শেষ পর্যন্ত হারিয়ে দিয়ে গেল দক্ষিণ কোরিয়া। ২২১.৭ পয়েন্ট নিয়ে ব্রোঞ্জেই সন্তুষ্ট থাকতে হল তাঁকে। অলিম্পিক ২০২৪-এ ভারতকে প্রথম পদক এনে দিলেন তিনি। ২৪৩.২ বিশ্বরেকর্ড করে চ্যাম্পিয়ন ও ইয়ে দিন।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার