অলস্পোর্ট ডেস্ক: ভারতীয় পিস্তল শুটার মানু ভাকর, প্যারিস অলিম্পিক ২০২৪-এ এবার হ্যাটট্রিকের সামনে দাঁড়িয়ে। ২৫ মিটার স্পোর্টস পিস্তলে যোগ্যতা অর্জন পর্বে দুরন্ত পারফর্মেন্স দিয়ে দ্বিতীয় স্থানে থেকে ফাইনালে পৌঁছে গিয়েছেন। ২২ বছর বয়সী এই শুটার, যিনি ইতিমধ্যেই ১০ মিটার মহিলাদের এয়ার পিস্তল এবং ১০ মিটার এয়ার পিস্তল মিক্স টিম ইভেন্টে সরবজ্যোতের সঙ্গে দু’টি ব্রোঞ্জ পদক সবার নজর কেড়ে নিয়েছেন। এদিন ‘নির্ভুল’ রাউন্ডে একটি অসাধারণ ২৯৪ শট করেন এবং এটি যেন আগের দুটো পারফর্মেন্সকে ছাঁপিয়ে গেল। র্যাপিড রাউন্ড স্কোর ২৯৬ এবং মোট ৫৯০।
তিনি হাঙ্গেরির ভেরোনিকা মেজরের থেকে মাত্র দুই পয়েন্ট পিছিয়ে রয়েছেন, যিনি ৫৯২ (২৯৪ এবং ২৯৮) মোট শট করেছিলেন যা তাঁকে অলিম্পিক রেকর্ডের ছুঁতে সাহায্য করেছে।
ভারত এখনও পর্যন্ত শুটিংয়ে তিনটি পদক জিতেছে, বৃহস্পতিবার ৫০ মিটার রাইফেল থ্রি-পজিশনে স্বপ্নিল কুসলে ব্রোঞ্জ জিতেছে। এখনও পর্যন্ত অলিম্পিক ২০২৪-এ ভারতের তিনটি পদকই এসেছে শুটিং থেকে। আরও একটি পদকের স্বপ্ন দেখাচ্ছে শুটিং। এবং নিজের তৃতীয় পদক দেখতে পাচ্ছেন মানু ভাকর।
অন্যদিকে তিরন্দাজির সেমিফাইনালে পৌঁছে গিয়েছেন ধীরজ বোম্মাদেবরা ও অঙ্কিতা ভকত জুটি।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার