অলস্পোর্ট ডেস্ক: সময় বদলেছে, বয়সও বেড়েছে অনেকটাই কিন্তু বদলাননি মাইক টাইসন। ১৯ বছর পর রিংয়ে ফিরেও সেই একই মেজাজে তিনি। প্রাক্তন হেভিওয়েট চ্যাম্পিয়ন প্রতিপক্ষ জ্যাক পলকে থাপ্পড় মেড়ে বসলেন সর্বসমক্ষে। তাঁর জন্য অবশ্য এটা খুব সামান্য বিষয়। করাণ তাঁর বিরুদ্ধে প্রতিপক্ষের কান কামড়ে দেওয়ার অভিযোগও রয়েছে। শনিবারই বিতর্কিত নেটফ্লিক্স-সমর্থিত লড়াইয়ের আগে বৃহস্পতিবার চূড়ান্ত সময়ের জন্য মুখোমুখি হয়েছিল দুই প্রতিযোগী। টেক্সাসের আর্লিংটনের এটিএন্ডটি স্টেডিয়ামে শুক্রবারের লড়াইয়ের আনুষ্ঠানিক সূচনায় একটি সাংবাদিক সম্মেলনে সাক্ষাৎ হয় দু’জনের। সেখানেই ৫৮ বছর বয়সী টাইসনকে রাগিয়ে দেন এক সাংবাদিক, এই প্রশ্ন করে যে তিনি কী হেরেও যেতে পারেন? আর তখনই তিনি ডান হাত দিয়ে পলকে মুখে আঘাত করেন। যদিও এর পর ঘটনা আর বেশি দূর গড়ায়নি। টাইসনকে সরিয়ে নেওয়া হয় সেখান থেকে।
তিনি এর পর বলেন “কথা শেষ,”, যেন সেই সাংবাদিকের প্রশ্নের উত্তরই ছিল এটা।
২৭ বছর বয়সী ইউটিউবার-বক্সার পল, অবশ্য যা বললেন তা শুনলে আরও চটে যেতে পারতেন টাইসন। কিন্তু তার আগেই সেখান থেকে বেরিয়ে যান তিনি। “আমি এটা টেরও পাইনি। ও রেগেছিল। ওএকজন রেগে থাকা ছোট এলফ… কিউট স্ল্যাপ বন্ধু,” পল বলেন, যাঁর ওজন ছিল ২২৭.২ পাউন্ড।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার