অলস্পোর্ট ডেস্ক: মঙ্গলবার অলিম্পিক ২০২৪-এর একাদশ দিনে ভারতকে সাফল্য এনে দিলেন জ্যাভলিনে নীরজ চোপড়া ও কুস্তিতে ভিনেশ ফোগত। ভিনেশ বিশ্বের এক নম্বর এবং গতবারের চ্যাম্পিয়ন জাপানের ইউই সুসাকিকে হারিয়ে চমক দিলেন। প্যারিস অলিম্পিক ২০২৪-এ মহিলাদের ফ্রিস্টাইল ৫০ কেজি কুস্তি ইভেন্টের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিতে এদিন শেষ পর্যন্ত লড়াই দেন ভারতের ভিনেশ৷ তিনি ০-২-এ পিছিয়ে থাকা অবস্থায় টোকিও গেমসে সোনাজয়ী ইউইকে প্রযুক্তিগত শ্রেষ্ঠত্বে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেন৷ এর পরই সেমিফাইনালে তিনি হারিয়ে দেন ইউক্রেনের ওকসানা লিভাচকে। খেলার ফল ৭-৫। মহিলাদের ৫০ কেজি কুস্তি ইভেন্টের সেমিফাইনালে পৌঁছে গিয়েছেন ভিনেশ৷ ভিনেশ শুরুতেই ৪-০ লিড নিয়ে নেন। পদক জয় থেকে এক ম্যাচ দূরে ভিনেশ।
এদিকে, ভারতের ‘গোল্ডেন বয়’ নীরজ চোপড়াও পুরুষদের জ্যাভলিন থ্রো যোগ্যতা রাউন্ডে প্রথম থ্রোয়েই বাজিমাত করেছেন। তবে ভারতের অন্য জ্যাভলিন তারকা কিশোর জেনা ফাইনালে উঠতে ব্যর্থ হন। এছাড়া হতাশার দিন ছিল ভারতীয় টেবিল টেনিসেও। ভারতীয় পুরুষ দল তাদের রাউন্ড অফ ১৬ ম্যাচে চিনের কাছে ০-৩-এ হেরে গেল। ভারতের বড় আশা পুরুষ হকি দল সেমিফাইনাল ম্যাচে জার্মানির মুখোমুখি হবে বেশি রাতে এবং একটি জয় ভারতের জন্য পদক নিশ্চিত করতে সাহায্য করবে।
ভারতের গোল্ডেন বয় নীরজ চোপড়া তাঁর প্রথম প্রচেষ্টায় ৮৯.৩৪ সিজনের সেরা থ্রো করে পুরুষদের জ্যাভলিন থ্রো ফাইনালে যোগ্যতা অর্জন করে নিলেন। গতবারের চ্যাম্পিয়নের কাছে যেন এই থ্রো ছিল জলভাত। নেমেই এক থ্রোতে বাজিমাত।
মঙ্গলবার বি গ্রুপের যোগ্যতা নির্ণায়ক পর্বে, চোপড়া ৮৯.৩৪ মিটারের একটি যুগান্তকারী দূরত্ব রেকর্ড করেন এবং তাঁর প্রথম প্রচেষ্টাতেই ফাইনালের জন্য যোগ্যতা অর্জন করে নেন। পরে, পাকিস্তানের আরশাদ নাদিম, যিনি ২০২২ কমনওয়েলথ গেমসে ৯০ মিটার চিহ্ন লঙ্ঘন করেছিলেন, তিনিও চোপড়ার সঙ্গে ফাইনালে যোগ দিয়েছেন। তিনিও তাঁর প্রথম প্রচেষ্টায় যোগ্যতার মান দূরত্ব অতিক্রম করতে সক্ষম হন। নাদিম ৮৬.৫৯ মিটার দূরত্ব নথিভুক্ত করেন। অন্যদিকে ভারতের কিশোর জেনার জন্য এই দিন হতাশার ছিল, যিনি তাঁর প্রথম অলিম্পিক উপস্থিতিতে ফাইনালে উঠতে ব্যর্থ হন।
এছাড়া এদিনের শুরুতে ভারতকে সাফল্য এনে দিলেন অবিনাশ সাবলে। ৩০০০ মিটাল স্টিপেলপেজের ফাইনালে পৌঁছে গেলেন তিনি। ৮ মিনিট ১৫.৪৩ সেকেন্ড সময় নিয়ে সাবলে হিটে পাঁচ নম্বরে শেষ করে ফাইনালের যোগ্যতা অর্জন করেন।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার