অলস্পোর্ট ডেস্ক: ভারতের হয়ে প্যারিস অলিম্পিক গেমস ২০২৪-এ সেরা পারফর্মারদের মধ্যে দু’জন, নীরজ চোপড়া এবং মানু ভাকর, যাঁরা পুরো টুর্নামেন্টে ভারতের হয়ে স্পটলাইট কেড়ে নিয়েছিলেন। ভাকর যখন প্যারিস গেমসে জোড়া ব্রোঞ্জ পদক জিতেছিলেন দু’টি ভিন্ন ইভেন্টে তখন নীরজ পুরুষদের জ্যাভলিন থ্রো ফাইনালে রুপোর পাশাপাশি পর পর অলিম্পিক পদক জিতে রেকর্ড গড়েছিলেন। প্যারিস অলিম্পিক শেষ হয়ে গেলেও, সোশ্যাল মিডিয়া এখনও নীরজ চোপড়া এবং মানু ভাকরকে নিয়ে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে। যে কাহিনী তৈরি হয়েছে অলিম্পিক ২০২৪-এর শেষ দিন। তৈরি হয়েছে নতুন জল্পনা। তাহলে কি অলিম্পিক পদকজয়ী দুই অ্যাথলিট ব্যক্তি জীবনেও একে অপরের লড়াইয়ের সঙ্গী হতে চাইছেন? এখন এই প্রশ্নই ঘুরছে ভারতীয় ক্রিড়াক্ষেত্রে।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া কয়েকটি ভিডিওতে, ভাকরকে তো দেখা গিয়েইছে নীরজ চোপড়ার সঙ্গে জমিয়ে গল্প করতে পাশাপাশি তাঁর মাকেও চোপড়ার সঙ্গে কথা বলতে দেখা গিয়েছে। দু’জনে এক সঙ্গে ছবিও তোলেন। অন্য একটি ভিডিওতে, ভাকরের মাকে নীরজের হাত তাঁর মাথায় দিয়ে কিছু বলতে দেখা গিয়েছে, যেন তিনি কোনও কথা নিচ্ছেন নীরজের থেকে। আর এই সব ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ভারতীয় ক্রিড়াপ্রেমী জনতা চারহাত এক হওয়ার স্বপ্ন দেখছে।
ভিডিওগুলি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে ফ্যানরা কিছু মজাদার প্রতিক্রিয়াও দিয়েছে—
প্যারিস অলিম্পিকের সমাপনী অনুষ্ঠানে নীরজ এবং মানুর ভারতের পতাকাবাহী হওয়ার কথা ছিল কিন্তু পরিকল্পনায় কিছু পরিবর্তনের ফলে শ্রীজেশকে সেই ভূমিকায় দেখা যায়।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার