অলস্পোর্ট ডেস্ক: দু’বারের অলিম্পিক পদকজয়ী এবং তারকা জ্যাভলিন থ্রোয়ায় নীরজ চোপড়া ইতিমধ্যেই বিয়ে সেরে ফেলেছেন। রবিবার ইনস্টাগ্রামে নীরজ তাঁর ভক্তদের কাছে একটি আন্তরিক নোটের সঙ্গে খবরটি ভাগ করে নিয়েছেন। “আমার পরিবারের সাথে জীবনের নতুন অধ্যায় শুরু করছি। প্রতিটি আশীর্বাদের জন্য কৃতজ্ঞ যা আমাদের এই মুহূর্তে একত্রিত করেছে ভালোবাসায় আবদ্ধ, সুখের সাথে, ” নীরজ পোস্টটির ক্যাপশন দিয়েছেন এবং ইনস্টাগ্রামে একাধিক ছবি শেয়ার করেছেন বিয়ের। নীরজের স্ত্রী হিমানি বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে পড়াশোনা করছেন, নীরবের পরিবার সূত্রে খবর। একান্ত ব্যক্তিগত অনুষ্ঠানে ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ে করেন এই জুটি।
নীরজ এবং হিমানি হিমাচলে ডেস্টিনেশন ওয়েডিং করেন খুব ব্যক্তিগত ইভেন্টের মাধ্যমে। এই বছরের ১৪, ১৫ এবং ১৬ জানুয়ারি বিয়ের বিভিন্ন নিয়মের মধ্যে দিয়ে এই জুটি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়।
প্রায় ৪০ থেকে ৫০ জন এই ব্যক্তিগত অনুষ্ঠানের অংশ ছিলেন।বিয়ের পর নীরজ ও হিমানি দু’জনেই বিদেশে চলে গিয়েছেন বলে জানা গিয়েছে।
দম্পতি ভারতে ফিরলে রিসেপশন অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে জানা গিয়েছে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার