অলস্পোর্ট ডেস্ক: বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে নীরজ চোপড়া । শুক্রবার প্রথম থ্রোয়েই যোগ্যতা অর্জন করলেন তিনি। প্রথম থ্রোয়ে তিনি ৮৮.৭৭ মিটার দূরে জ্যাভলিন ছোড়েন। অলিম্পিক্সে যে থ্রোয়ে তিনি সোনা জিতেছিলেন তার থেকেও বেশি দূরে জ্যাভলিন ছুড়লেন বিশ্ব চ্যাম্পিয়নশিপে।
শুক্রবার বিশ্ব চ্যাম্পিয়নশিপে জ্যাভলিনে গ্রুপ এ-র লড়াই ছিল। ফাইনালে উঠতে ৮৩ মিটার দূরে জ্যাভলিন ছুড়তে হত। সেখানে নীরজ ৮৮.৭৭ মিটার ছুড়ে ফাইনালে নিজের জায়গা পাকা করে নিলেন। অলিম্পিকে সোনা জয়ের জন্য নীরজ ছুড়েছিলেন ৮৭.৫৮ মিটার। তার থেকেও বেশি দূরে এদিন জ্যাভলিন ছুড়লেন নীরজ। এই মরসুমে এখনও পর্যন্ত সব থেকে দূরে জ্যাভলিন ছুড়লেন তিনি।
২০২৪-এর প্যারিস অলিম্পিকের যোগ্যতা অর্জনের জন্য ৮৫.৫০ মিটার দূরে জ্যাভলিন ছুড়তে হত। নীরজ ৮৮.৭৭ মিটার জ্যাভলিন ছুড়ে সেখানেও নিজের জায়গা পাকা করে নিলেন। গ্রুপ এ থেকে একমাত্র নীরজই সরাসরি ফাইনালে উঠলেন। ভারতের ডিপি মানু-ও রয়েছেন গ্রুপ এ-তে। তিনি ৮১.৩১ মিটার দূরে জ্যাভলিন ছুড়ে তিন নম্বরে শেষ করেন। তিনিও রয়েছেন ফাইনালে থাকার দৌঁড়ে। গ্রুপ বি-র যোগ্যতা অর্জন পর্বের শেষে জানা যাবে তিনি ফাইনালে উঠবেন কি না।
দুই গ্রুপ মিলিয়ে ১২ জন ফাইনালে উঠবেন। সবার প্রথমে পৌঁছে গিয়েছেন নীরজ। আরও ১১ জন সুযোগ পাবেন। মানু যদি দুই গ্রুপ মিলিয়ে প্রথম ১১ জনের মধ্যে থাকতে পারেন তিনি ফাইনালে উঠতে পারবেন।
রবিবার বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে নামবেন তিনি। একবারও বিশ্ব চ্যাম্পিয়নশিপে প্রথম স্থান অর্জন করতে পারেননি তিনি। এবার দেখার বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে তিনি সোনা জিততে পারেন কিনা।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার