অলস্পোর্ট ডেস্ক: চোট সারিয়ে ফের খেলায় ফিরছেন জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া । আগামী ৩০ জুন থেকে লুসানে শুরু হতে চলেছে ডায়মন্ড লিগ। সেই খেলাতেই অংশগ্রহণ করতে চলেছেন অলিম্পিকে সোনা জয়ী নীরজ চোপড়া।
ডায়মন্ড লিগে অংশগ্রহণকারী অ্যাথলিটদের একটি তালিকা প্রকাশ হয়েছে বহস্পতিবার। সেই তালিকায় রয়েছে নীরজের নাম। ডায়মন্ড লিগের ওয়েবসাইটে জানানো হয়েছে, ”জ্যাভলিনে ভারতের অলিম্পিক চ্যাম্পিয়ন নীরজ চোপড়াকে এবার চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারে চেক প্রজাতন্ত্রের জ্যাকব ভাদলেখ এবং জার্মানির জুলিয়ান ওয়েবার।”
শেষবার ৫মে দোহা ডায়মন্ড লিগে অংশ নিয়েছিলেন নীরজ। তারপরই পেশিতে চোট পান তিনি। নিজের টুইটার হ্যান্ডেলে তিনি পোস্ট করে জানান, ট্রেনিং চলাকালীন পেশিতে চোট পেয়েছেন তিনি। তাঁর মেডিক্যাল রিপোর্ট অনুযায়ী, তিনি এবং তাঁর টিম সিদ্ধান্ত নিয়েছেন, তাঁর এখন বিশ্রামের প্রয়োজন। দুর্ভাগ্যক্রমে, চোট পাওয়ার জন্যে এফবিকে গেমস্ থেকেও বিরত থাকতে হয় তাঁকে।
চোটের জন্য জুন মাসে নেদারল্যান্ডস্ এবং ফিনল্যান্ডের পাভো নুরমি (১৩ জুন) প্রতিযোগিতায় অংশ নিতে পারেননি নীরজ। তবে এবার তিনি ডায়মন্ড লিগে নামার জন্য পুরোপুরি প্রস্তুত।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার