অলস্পোর্ট ডেস্ক: প্যারিস অলিম্পিক ২০২৪-এ ভারতের জন্য একটি নতুন দিন নতুন আশা নিয়ে এসেছে। লক্ষ্য সেন এবং স্কিট মিশ্র দলের চতুর্থ স্থানে শেষ করার হতাশার পর, মঙ্গলবার অনেক আশা নিয়ে নামবে ভারত। ভারতীয় পুরুষ হকি দল ফাইনালে ওঠার লক্ষ্যে জার্মানির বিরুদ্ধে খেলবে। খ্যাতিমান কুস্তিগীর ভিনেশ ফোগতও এদিন নামবেন। তা ছাড়া, যে মানুষটির ওপর স্পটলাইট থাকবে তিনি হলেন নীরজ চোপড়া। নীরজ, যিনি অলিম্পিকে স্বর্ণপদক জিতে প্রথম ভারতীয় অ্যাথলিট হয়ে ভারতের হয়ে ইতিহাস তৈরি করেছিলেন, ২০২০ টোকিও অলিম্পিকে জ্যাভলিন থ্রো-তে, তার পর থেকে বিশ্ব চ্যাম্পিয়নশিপ, এশিয়ান গেমস এবং ডায়মন্ড লিগ ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছেন। তাঁকে ঘিরে সোনার আশা থাকবে।
মঙ্গলবার, তিনি ভারতীয় সময় দুপুর ৩.২০-তে যোগ্যতা গ্রুপ বি-তে তাঁর বহুল প্রত্যাশিত যাত্রা শুরু করবেন। তাঁর এক ঘন্টা আগে, এশিয়ান গেমসের রুপোজয়ী কিশোর কুমার জেনা ভারতীয় সময় দুপুর ১.৫০-এ পুরুষদের জ্যাভলিন থ্রো কোয়ালিফিকেশন গ্রুপ এ-তে ফাইনালের যোগ্যতা অর্জনের আশায় নামবেন।
দিনটি শুরু হবে হরমিত দেশাই, মানব ঠক্কর এবং অচন্ত শরথ কমলের পুরুষদের টেবিল টেনিস দলের প্রি-কোয়ার্টার ফাইনাল ম্যাচ দিয়ে ।
অ্যাথলেটিক্স
পুরুষদের জ্যাভলিন থ্রো (যোগ্যতা)
কিশোর জেনা – দুপুর ১.৫০
নীরজ চোপড়া – দুপুর ৩.২০
মহিলাদের ৪০০ মিটার (রিপেচেজ)
কিরণ পাহাল – দুপুর ২.৫০
হকি
পুরুষদের সেমিফাইনাল
ভারত বনাম জার্মানি – রাত ১০.৩০
টেবিল টেনিস
পুরুষ দল (প্রি-কোয়ার্টার ফাইনাল)
ভারত (হরমিত দেশাই, শরথ কমল এবং মানব ঠক্কর) বনাম চিন – দুপুর ১.৩০
রেসলিং
মহিলাদের ৫০ কেজি রাউন্ড অফ ১৬
ভিনেশ ফোগত বনাম জাপানের ইউই সুসাকি (দুপুর ২.৩০)
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার