অলস্পোর্ট ডেস্ক: ভারতের গোল্ডেন বয় নীরজ চোপড়া, প্যারিস অলিম্পিক ২০২৪-এ জ্যাভলিন থ্রো ইভেন্টে ৮৯.৪৫ মিটার সিজনের সেরা থ্রো নিয়ে দ্বিতীয় রাউন্ডে দ্বিতীয় স্থানে জায়গা করে নিলেও শুরুটা ফাউল দিয়েই হয়েছিল তাঁর৷ তার পরও পর পর ফাউল, যা নীরজের অতি বড় শত্রুকেও চমকে দেবে। কিন্তু একটা মাত্র সঠিক থ্রো নিয়েই রুপো জয় নীরজ চোপড়ার। তার আগে অবশ্য পাকিস্তানের আরশাদ নাদিম ফাউল দিয়েই শুরু করেছিলেন ইভেন্ট। যেমন ক্রিকেট হোক বা হকি, সব জায়গাতেই বিরত, পাকিস্তান চিরশত্রু জ্যাভলিন থ্রোতেও শুরু থেকেই এই দু’য়ের লড়াই সবার জানা। এদিন দ্বিতীয় রাউন্ডেই অলিম্পিকের সেরা থ্রোটি করে দিলেন তিনি। ৯২.৯৭ মিটার থ্রো করে একটি নতুন অলিম্পিক রেকর্ড গড়েই ইভেন্টের শীর্ষে জায়গা করে নেন৷ এবং সোনা নিশ্চিত করে ফেলেন দ্বিতীয় রাউন্ডেই।
নীরজ, যিনি তিন বছর আগে টোকিও গেমসে সোনা জিতেছিলেন, মঙ্গলবার প্যারিস অলিম্পিকে পুরুষদের জ্যাভলিন থ্রো কোয়ালিফিকেশন রাউন্ডের গ্রুপ বি-তে ৮৯.৩৪ মিটার বিশাল থ্রো করে ফাইনালে উঠেছিলেন। পাকিস্তানের আরশাদ নাদিম, যিনি ২০২২ কমনওয়েলথ গেমসে ৯০ মিটার থ্রো করেছিলেন, তিনিও ৮৬.৫৯ মিটারের মরসুমের সেরা থ্রো দিয়ে জ্যাভলিন থ্রো ফাইনালের জন্য যোগ্যতা অর্জন করেছিলেন।
নীরজ চোপড়া তাঁর তৃতীয় চেষ্টায় ফাউলের পরও দ্বিতীয় প্রয়াসে আসা ৮৯.৪৫ মিটার থ্রো দিয়ে তিনি তখনও দ্বিতীয় স্থান ধরে রাখতে সক্ষম হন।
আরশাদ নাদিম তাঁর তৃতীয় প্রচেষ্টায় ৮৮.৭২ মিটার দূরত্বে থ্রো করেন। তিনি তার প্রচেষ্টায় খুশি নন তবে দ্বিতীয় প্রচেষ্টায় ৯২.৯৭ মিটারের বিশাল থ্রো তাঁকে স্বাচ্ছন্দ্যে শীর্ষস্থান ধরে রাখতে সাহায্য করবে। তৃতীয় রাউন্ডের পর থেকে এলিমিনেশন পর্বও শুরু হয়ে যায়। তাঁর মধ্যেই পদকের লক্ষ্যে লড়াই নীরজের।
চতুর্থ রাউন্ডেও ফাউল থ্রো করেন নীরজ। আরশাদ কিন্তু এবার ৭৯.৪০ মিটার থ্রো করে শীর্ষস্থান ধরে রাখেন। তাঁকে জিনিস কাঁপিয়ে যেতে পারতেন সেই নীরজ চোপড়া পর পর ফাউল করে ক্রমশ পিছিয়ে পড়েন। কিন্তু তখনও দ্বিতীয় স্থান ধরে রাখেন। পঞ্চম ও ষষ্ঠ রাউন্ডেও ফাউল করে বসেন তিনি। ততক্ষণে চ্যাম্পিয়নের পদকে নাম লেখা হয়ে গিয়েছে আরশাদের। শেষ থ্রোয়েও নিজের সেরাটা ধরে রাখেন ৯১.৭৯ মিটারে। আরশাদ আর নীরজকে ছাঁপিয়ে যেতে পারেননি আর কোনও প্রতিযোগী।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার