নিজস্ব সংবাদদাতাঃ বিশ্ব অ্যাথলেটিক্সে ফের বিতর্ক। ট্রান্সজেন্ডাররা মহিলাদের দলে অংশ নিয়ে অতিরিক্ত সুবিধা পাচ্ছেন, এমন অভিযোগে বহু আলোচনাও হয়েছে। অবশেষে অ্যাথলেটিক্স কাউন্সিল মহিলাদের দল থেকে ট্রান্সজেন্ডারদের বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বলা হয়েছে মহিলাদের কোনও ইভেন্টে রুপান্তরকামীরা অংশগ্রহণ করতে পারবে না।
মহিলা অ্যাথলিটরা অনেকদিন ধরেই এই বিষয়ে সরব হয়েছিলেন। তাঁরা বলেছিলেন রুপান্তরকামী মহিলারা ট্র্যাকে নামলে অধিক সুবিধা পেয়ে থাকে। বিশ্ব অ্যাথলেটিক্সের গভর্নিং বডির প্রেসিডেন্ট সেবাস্তিয়ান কো অবশ্য জানিয়েছেন, এই বছরের ৩১ মার্চ থেকে বিশ্ব র্যাঙ্কিং প্রতিযোগিতা থেকে রূপান্তরকামী মহিলা অ্যাথলিটদের বাদ দিতে সম্মত হয়েছে কাউন্সিল। এই ধরনের কোনও ক্রীড়াবিদ মহিলাদের সঙ্গে আর প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না।
যদিও ট্রান্সজেন্ডার সংগঠনগুলো এই প্রসঙ্গে নিজেদের অভিমত আগেই জানিয়েছিল। তাদের দাবি ছিল, মহিলাদের দলেই ট্রান্সজেন্ডারদের সুযোগ পাওয়া উচিত। এখন দেখার বিষয়, অ্যাথলেটিক কাউন্সিলের এই সিদ্ধান্তের পর তারা কী অবস্থান নেয়! কাউন্সিলের বক্তব্য, হঠাৎ করে তারা এই সিদ্ধান্ত নেয়নি। এই সিদ্ধান্ত নেওয়ার আগে অলিম্পিক্স কমিটি এবং একাধিক ট্রান্সজেন্ডার সংগঠনের সঙ্গেও তারা আলোচনা করেছে। তার পরেই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে তারা। কোর দাবি, ‘যারা পরামর্শ দিয়েছেন, তাদের অধিকাংশই বলেছেন, রূপান্তরকামী অ্যাথলিটদের মহিলা বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করা উচিত নয়।’