অলস্পোর্ট ডেস্ক: অলিম্পিক ২০২৪-এর নবম দিন ভারতের জন্য হতে চলেছে সুপার সানডে। ব্যাডমিন্টনে, লক্ষ্য সেন পুরুষ এককের ফাইনালে জায়গা পেতে ডেনমার্কের ভিক্টর অ্যাক্সেলসেনের মুখোমুখি হবেন। হকিতে, পুরুষ দল গ্রেট ব্রিটেনকে হারালেই সেমিফাইনালে জায়গা করে নেবে। বক্সার লভলিনা বোরগোহাইন পদক নিশ্চিত হওয়া থেকে এক জয় দূরে রয়েছেন।
প্যারিস অলিম্পিক ২০২৪-এর নবম দিনটি ভারতের জন্য মোট তিনটি পদক দেখতে পখচ্ছে।
অ্যাথলেটিক্স
মহিলাদের ৩০০০ মিটার স্টিপলচেজ রাউন্ড ১
পারুল চৌধুরী – দুপুর ১:৩৫
পুরুষদের লং জাম্প যোগ্যতা
জেসউইন অলড্রিন – দুপুর ২:৩০
ব্যাডমিন্টন
পুরুষ একক সেমিফাইনাল
লক্ষ্য সেন বনাম ভিক্টর অ্যাক্সেলসেন (ডেনমার্ক) – বিকেল ৩:৩০
বক্সিং
মহিলাদের ৭৫ কেজি কোয়ার্টার ফাইনাল
লভলিনা বরগোহাইন বনাম চিনের লি কুইয়ান – দুপুর ৩:০২
গলফ
পুরুষদের ব্যক্তিগত স্ট্রোকপ্লে-রাউন্ড ৪
শুভঙ্কর শর্মা এবং গগনজিৎ ভূল্লর – দুপুর ১২.৩০
হকি
পুরুষদের কোয়ার্টার ফাইনাল
ভারত বনাম গ্রেট ব্রিটেন – দুপুর ১:৩০
পালতোলা
পুরুষদের ডিঙ্গি রেস ৭ এবং ৮
বিষ্ণু সারাভানন – দুপুর ৩:৩৫
মহিলাদের ডিঙ্গি রেস ৭ এবং ৮
নেত্রা কুমানন – সন্ধ্যা ৬:০৫ মিনিট
শ্যুটিং
25 মিটার র্যাপিড ফায়ার পিস্তল পুরুষদের যোগ্যতা
পর্যায় ১ – বিজয়বীর সিধু, অনীশ – দুপুর ১২:৩০
পর্যায় ২ – বিকেল ৪:৩০
স্কিট মহিলাদের যোগ্যতা ২
মহেশ্বই চৌহান, রাইজা ধিলোন – দুপুর ১টা
স্কিট উইমেনস ফাইনাল (যোগ্য হলে) – সন্ধ্যা ৭টা
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার