অলস্পোর্ট ডেস্ক: প্যারিস অলিম্পিকের আয়োজক কমিটি শুক্রবারই জানিয়ে দিয়েছিল, বিশ্ব জুড়ে আইটি বিভ্রাটের পর তাদের কার্যক্রম “এখন স্বাভাবিকভাবে চলছে”। এই বিভ্রাটের কারণে বিশ্ব জুড়ে কম্পিউটার সার্ভারকে প্রভাবিত করেছিল। যার ফলে সর্বত্র বন্ধ হয়ে গিয়েছিল বিভিন্ন রুটিন কাজ। এমনকি স্তব্ধ হয়ে গিয়েছিল বিমানবন্দর ও বিমান ওঠানামার মতো জরুরি পরিষেবা। তবে ধিরে ধিরে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি। মাইক্রোসফটের তরফে বলা হয়েছে পুরো বিষয়টি স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে। তবে অলিম্পিক আয়োজকদের বার্তায় স্বস্তি খেলার দুনিয়ায়।
“প্যারিস ২০২৪-এর সমস্ত ক্রিয়াকলাপ এখন স্বাভাবিকভাবে চলছে, আজ সকালের গ্লোবাল আইটি সমস্যার কারণে সাময়িকভাবে আমাদের নিজস্ব আইটি পরিষেবাগুলির সীমিত সংখ্যক জায়গাকে প্রভাবিত করেছিল,” এটি একটি বিবৃতিতে বলেছে৷
“ফলে, আমাদের স্বীকৃতি কেন্দ্রগুলি পুনরায় কাজ শুরু করতে সক্ষম হয়েছে৷ প্যারিসের ইউনিফর্ম এবং স্বীকৃতি কেন্দ্রটি আবার খোলা হয়েছে এবং আজ সন্ধ্যায় এর খোলার সময় ২১ ঘন্টা থেকে ২৩ ঘন্টা বাড়ানো হয়েছে।”
২৬ জুলাই থেকে প্যারিসে বসতে চলেছে অলিম্পিক ২০২৪-এর আসর। সব দেশের ক্রীড়াবিদরা ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন গেমস ভিলেজে। চলছে অনুশীলন। এবার ভারত থেকে ১১৭ প্রতিযোগী অংশ নিতে চলেছে অলিম্পিক ২০২৪-এ। তাঁরাও পৌঁছে গিয়েছেন প্যারিসে। এবার ভারতীয় দলকে ঘিরে অনেক প্রত্যাশা।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার