সুচরিতা সেন চৌধুরী: নবম টাটা স্টিল ম্যারাথনের ঢাকে কাঠি পড়ে গেল বুধবারের সন্ধ্যায় ভিক্টোরিয়া মেমোরিয়ালের মঞ্চ থেকে। এই ইভেন্টের সঙ্গে জুড়ে গিয়েছেন ঝুলন গোস্বামীর মতো ক্রিকেটার, কৌশানী মুখোপাধ্যায়ের মতো অভিনেত্রীর নাম। থাকছেন প্রাক্তন তারকা ফুটবলার সোল ক্যাম্পবেল। যে ইভেন্টের ট্যাগ লাইন “#আমার কলকাতা শোনার কলকাতা”। ঝুলন তো ম্যারাথনে অংশ নেওয়ারও ইচ্ছে প্রকাশ করলেন। তবে এও বললেন, “ক্রিকেট মাঠের দৌড় আর ম্যারাথনে দৌড় কিন্তু এক নয়, আমাকে ভেবে দেখতে হবে।”
মাস খানেক আগে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ঘোষণা হয়েছিল টাটা স্টিল ওয়ার্ল্ড ২৫কে কলকাতার দিনক্ষণ। এদিন আরও একবার মনে করিয়ে দেওয়া হল, আগামী ১৫ ডিসেম্বর, শীতের কলকাতায় দৌঁড়বে দেশ, বিদেশের প্রায় ২০ হাজার অ্যাথলিট। যাঁদের সঙ্গে জুড়ে যাবে সাধারণ মানুষের আবেগ বিশ্বের প্রথম অ্যাথলেটিক্স গোল্ড লেবেল ২৫কে-এর সঙ্গে। উদ্যোক্তারা জানালেন প্রায় সব ইভেন্টের কোটা পূর্ণ হয়ে গিয়েছে। ইতিমধ্যেই দারুণ সাড়া পাওয়া গিয়েছে।
এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টাটা স্টিলের কর্পোরেট সার্ভিসেসের ভাইস প্রেসিডেন্ট চানক্য চৌধুরী, আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক সিএমও নারায়ণ টিভি,প্রোক্যাম ইন্টারন্যাশনাল এমডি বিবেক সিং। যারা জানিয়ে গেলেন কীভাবে কলকাতা ক্রীড়াক্ষেত্রে পুরো দেশকে নেতৃত্ব দিয়ে চলেছে।
এই ইভেন্টে থাকছে ২৫কে ও ১০কে রান। এর সঙ্গে একইদিনে বিজয় দিবস পড়ে যাওয়ায়, থাকছে বিজয় দিবস ট্রফি। যার লড়াই হবে ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান নেভি ও ইন্ডিয়ান এয়ারফোর্সের মধ্যে। সেরা তিন দল পাবে ৭৫,০০০, ৬০,০০০ এবং ৪৫,০০০ টাকা করে।
এই ইভেন্টে থাকবে পুলিশ কাপের ৭৫ পুরুষ ও ২৫ মহিলা দলের প্রত্যেকটি থেকে তিন জন করে প্রতিনিধি। যারা ১০কে রানে অংশ নেবেন। যার মোট পুরস্কার মূল্য ১.৬৮,০০০ টাকা। এদিনই সব অতিথিদের উপস্থিতিতে হয়ে গেল জার্সি উদ্বোধন। ১৫ ডিসেম্বরের সকালে দৌড়বে কলকাতা, সেই অঙ্গীকারই ছিল এই অনুষ্ঠানে।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত হয়ে ইভেন্টের অন্যতম মুখ প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ঝুলন গোস্বামী বলেন, “খোলা চোখে তুমি যদি স্বপ্ন দেখো তাহলে একদিন পূর্ণ হবেই। কিন্তু মহিলাদের অংশগ্ৰহন অসাধারণ। শুধু স্বাস্থ্যের খেয়াল রাখতে হবে।” এর সঙ্গে তিনি বলেন, “আমরা বলি বাংলায় ১২ মাসে ১৩ পার্বণ কিন্তু সেটা এখন বাংলায় ১২ মাসে ১৪ পার্বণে পরিণত হয়েছে এই ইভেন্টের জন্য। শুধু ওই দিনটিতে রেড রোডে এসে দেখুন।”
সেই শীতের সকালের অপেক্ষায় দিন গুনছে কলকাতা।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার