অলস্পোর্ট ডেস্ক: প্যারিসে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয়ে গেল অলিম্পিক ২০২৪। ১০,৫০০ ক্রীড়াবিদ যোগ দেন এই অনুষ্ঠানে। এই প্রথম কোনও অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান হল স্টেডিয়ামের বাইরে। প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানের সময় অ্যাথলিটদের প্যারেডে অংশ নেওয়া ভারতীয় দলকে নেতৃত্ব দেন পিভি সিন্ধু এবং অচন্ত শরথ কমল। ১২টি ক্রীড়া শাখার ৭৮ জন ক্রীড়াবিদ এবং কর্মকর্তা ছিলেন। ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন (IOA) জানিয়েছিল যে সমস্ত ক্রীড়াবিদরা অনুষ্ঠানের জন্য ফ্রি রয়েছেন তাঁরা প্যারেডের অংশ হবে।
আমেরিকান গায়িকা লেডি গাগার প্রথম পারফরম্যান্স দিয়ে শুরু হয় এই সন্ধ্যা। বাংলাদেশের ক্রীড়াবিদরাও এখানে অংশ ছিলেন, যাঁরা এই অলিম্পিকের সব থেকে বয়স্ক কন্টিনজেন্ট।
ছয় কিলোমিটারের প্যারেডটি অস্টারলিটজ ব্রিজ থেকে শুরু হয় এবং ৮৫টি নৌকায় ২০৫টি দেশের প্রায় ৬৮০০ জন ক্রীড়াবিদ এবং একটি শরণার্থী অলিম্পিক দল অংশ নেয় এই উদ্বোধনী অনুষ্ঠানে। অনেকেই আবার শনিবার তাদের খেলা থাকার কারণে এর অংশ হতে পারেনি।
ভারতীয় দলটির নেতৃত্ব দিচ্ছেন দেন দুইবারের অলিম্পিক পদক বিজয়ী পিভি সিন্ধু এবং টেবিল টেনিস কিংবদন্তি এ শরথ কামাল।
অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠান ‘প্যারেড অফ দ্য নেশনস’-এর মাধ্যমে শুরু হয়েছিল যেখানে ২০৫টি দেশের ক্রীড়াবিদরা নৌকায় করে আইকনিক সেইন নদীতে ভেসেছিলেন। মাঝে মাঝে বৃষ্টি ব্যাঘাত ঘটালেও প্যারিস অলিম্পিক ২০২৪-এর উদ্বোধনী অনুষ্ঠান নিজের ঐতিহ্য বজায় রেখেই সম্পন্ন হয়।
ফরাসী রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোঁ এবং আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রধান থমাস বাখ উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে । এছাড়া ফরাসী ফুটবল কিংবদন্তি জিনেদিন জিদানকে দেখা গিয়েছে আগে রেকর্ড করা ভিডিওতে অলিম্পিক শিখা নিয়ে প্যারিসের রাস্তায় দৌড়াতে।
নেশনস প্যারেডে মার্চ করা প্রথম দেশ ছিল গ্রীস। গ্রিস যেখানে ১৮৯৬ সালে প্রথম আধুনিক গেমস হয়েছিল। প্রাচীন গেমগুলিও গ্রীসে হয়েছিল। এই সম্মান জানাতে, গ্রীস কুচকাওয়াজ প্রথম মার্চ করে। এবার শুরু আসল লড়াই। পদকের লড়াইয়ে কে কাকে টক্কর দেবে সেটাই দেখার আগামী এক মাসে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার