অলস্পোর্ট ডেস্ক: সোমবার ভারতীয় অ্যাথলিট পারুল চৌধরি ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স চ্যাম্পিয়ানশিপ ২০২৩-এ জাতীয় রেকর্ড করলেন। ৩০০০ মিটার স্টেপেলচেস ফাইনালে ১১তম স্থানে শেষ করেন তিনি। মাত্র ৯ ঘণ্টা ১৫ মিনিট ৩১ সেকেন্ড সময় নিয়ে নিজের খেলা শেষ করেন, আগের করা জাতীয় রেকর্ড ভাঙেন তিনি। এই জয় তাঁকে ২০২৪ প্যারিস অলিম্পিকে খেলার সুযোগ করে দিল।
এই খেলায় ব্রুনেই-এর অ্যাথলিট উইনফ্রেড মুতাইল ৮ ঘণ্টা ৫৮ মিনিট ৯৮ সেকেন্ড সময় নিয়ে সোনা জেতেন। ৮ ঘণ্টা ৫৮ মিনিট ৯৮ সেকেন্ড সময় নিয়ে কেনিয়ার বিট্রাইস চিপকোইচ রুপো জেতেন। এবং ৯ ঘণ্টা ৬৯ সেকেন্ড সময় নিয়ে কেনিয়ারই অ্যাথলিট ফেইথ চেরোটিচ ব্রোঞ্জ জেতেন।
প্রথম ২০০ মিটারে পারুল এগিয়ে ছিলেন। কিন্তু নিজের গতি হারিয়ে শেষে ১১তম স্থানে নেমে যান তিনি।
অন্যদিকে পুরুষদের ৪x৪০০ মিটার রিলে ভারতীয় দল পঞ্চম স্থান পেয়েছে। এই দলে ছিলেন মহম্মদ আনাশ ইয়াহিয়া, আমোজ জাকোব, মহম্মদ আজমাল এবং রাজেশ রমেশ। তাঁরা মোট সময় নিয়েছেন ২ ঘণ্টা ৫৯ মিনিট ৯২ সেকেন্ড।
এই খেলায় ইউএসএ দল ২ ঘণ্টা ৫৭ মিনিট ৩১ সেকেন্ডে শেষ করে সোনা জিতেছে। তাঁদের দলে ছিলেন ভার্নোন নরউড, জাস্টিন রবিনশন, কুইন্সি হল এবং রাই বেঞ্জামিনোন। ২ ঘণ্টা ৫৮ মিনিট ৪৫ সেকেন্ডে শেষ করে রুপো জিতেছে ফ্রান্স দল এবং ২ ঘণ্টা ৫৮ মিনিট ৭১ সেকেন্ডে শেষ করে ব্রোঞ্জ জিতেছে গ্রেট ব্রিটেন দল।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার