Thursday, February 13, 2025
No menu items!
Google search engine
Homeঅন্য খেলাএশিয়ান গেমস ২০২৩: একইদিনে পরপর দু’টি সোনা জিতে ইতিহাস গড়ল ভারতের মেয়েরা

এশিয়ান গেমস ২০২৩: একইদিনে পরপর দু’টি সোনা জিতে ইতিহাস গড়ল ভারতের মেয়েরা

অলস্পোর্ট ডেস্ক: ২৮ বছর বয়সী অ্যাথলিট পারুল মঙ্গলবার ইতিহাস তৈরি করলেন এশিয়াডে। পারুলের হাত ধরে ১৪তম সোনা এল ভারতের ঘরে। তিনি প্রথম ভারতীয় মহিলা হলেন যিনি ৫০০০ মিটার দৌড়ে এশিয়ান গেমস ২০২৩-এ সোনার পদক জিতে নিয়েছেন। এটি গেমসে পারুলের দ্বিতীয় পদক। এর আগে সোমবার তিনি মহিলাদের ৩০০০ মিটার স্টিপলচেসে রুপো জিতেছিলেন।

প্রথম থেকেই নিজের গতি ধরে রেখেছিলেন পারুল। শুরুর থেকেই প্রথম তিন দৌড়বিদের মধ্যে তাঁর দেখা মিলছিল। ৩০০০ মিটার পার করার পরে প্রতিযোগীদের মধ্যে তিনজন বাকিদের থেকে অনেকটা এগিয়ে যান। সেই তালিকায় এক নম্বরে ছিলেন জাপানের রিরিকা হিরোনাকা। দ্বিতীয় স্থানে পারুল। শেষ ল্যাপে পারুলকে দেখে মনে হচ্ছিল, রুপো নিয়েই সন্তুষ্ট থাকতে হবে হয়ত। কিন্তু সবাইকে ভুল প্রমাণ করে দিয়ে শেষ ৫০ মিটারে গতি বাড়ান পারুল। রিরিকাকে অনায়াসে টপকে যান তিনি। এক নম্বরে দৌড় শেষ করে ভারতের হয়ে সোনা নিশ্চিত করলেন পারুল চৌধুরি। ৫০০০ মিটার শেষ করতে সময় নিলেন ১৫:১৪.৭৫।

এশিয়ান গেমস ২০২৩ অ্যাথলেটিক্সে, ভারতীয়দের পদকের বন্যা বইছে আজ। মহিলাদের ৪০০ মিটার হার্ডলসে ব্রোঞ্জ জিতেছেন ভিথিয়া রামরাজ৷ ২৫ বছর বয়সী ভিথিয়া ৫৫.৬৮ সেকেন্ডে তাঁর খেলা শেষ করেন। যদিও, এটি তাঁর সেরা গেম ছিল না তবে তৃতীয় স্থান নিশ্চিত করার জন্য যথেষ্ট ভাল ছিল।

এই ভারতীয় পিটি উষার ৪০০ মিটার হার্ডলসের জাতীয় রেকর্ডকে ভাঙেন। যা ১৯৮৪-তে পিটি উষা গড়েছিলেন ৫৫.৫২ সেকেন্ডের প্রচেষ্টায়। এদিন ভিথিয়া সেই রেকর্ড ভেঙে শীর্ষস্থানে পৌঁছে যান।

এছাড়া, ভারতের তেজাস্বিন শঙ্কর এদিন ডিক্যাথলনে জিতে নিয়েছেন রুপো এবং মহম্মদ আফসাল পুরুষদের ৮০০ মিটার দৌড়ে রুপো পেয়েছেন। ভারতের প্রবীণ চিথারভেল পুরুষদের ট্রিপল জাম্পে ব্রোঞ্জ জিতেছেন ১৬.৬৮ মিটারের সেরা লাফ দিয়ে।

পারুল চৌধুরির ঠিক পরেই এশিয়ান গেমসে আবারও একটি সোনার পদক নিশ্চিত করলেন মহিলাদের জ্যাভলিনে অন্নু রানি। ৬২.৯২ মিটার জ্যাভলিন ছুঁড়ে ম্যাচের সেরা হলেন তিনি। চিনের লিউ হুইহুই এবং শ্রীলঙ্কার নাদিশা দিলশানকে টক্কর দে‌ন অন্নু।

এশিয়ান গেমস ২০২৩ হ্যাংঝৌতে এখনও পর্যন্ত মোট ৬৯টি পদক জিতেছে ভারত। যার মধ্যে ১৫টি সোনা, ২৬টি রুপো এবং ২৮টি ব্রোঞ্জ। পদক তালিকায় চার নম্বরে রয়েছে ভারত। ১৫৯টি সোনা, ৮৭টি রুপো ও ৪৬টি ব্রোঞ্জ, মোট ২৯২টি পদক নিয়ে শীর্ষে চিন।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments