অলস্পোর্ট ডেস্ক: ‘গ্রেট ওয়াল অফ ইন্ডিয়ান হকি’ পিআর শ্রীজেশকে শীঘ্রই খেলা থেকে অবসর নেওয়ার পরে একটি নতুন ভূমিকায় দেখা যাবে, যা ইতিমধ্যেই নিশ্চিত হয়ে গিয়েছে। কয়েকদিনের মধ্যেই হকি ইন্ডিয়া তাঁকে জুনিয়র জাতীয় দলের কোচ হিসাবে ঘোষণা করবে বলেই জানা গিয়েছে। বৃহস্পতিবার ব্রোঞ্জ-পদক ম্যাচে স্পেনের বিরুদ্ধে ভারতের জয়ের পর ৩৬ বছর বয়সী শ্রীজেশ তাঁর বর্ণাঢ্য গোলকিপিং ক্যারিয়ারের ইতি টেনেছেন। শ্রীজেশ, যাঁর ১৮ বছরের দীর্ঘ ক্যারিয়ারে ভারতকে দু’টি অলিম্পিক ব্রোঞ্জ পদক জিতিয়েছেন (২০২০ টোকিও এবং ২০২৪ প্যারিস)। তিনি যে দেশের সর্বকালের সেরা হকি গোলরক্ষক তা নিয়ে কোনও সংশয় নেই।
হকি ইন্ডিয়ার সভাপতি দিলীপ তির্কে বলেন, “আমরা কয়েক দিনের মধ্যেই শ্রীজেশকে পুরুষ জুনিয়র হকি দলের কোচ (অনূর্ধ্ব-২১) হিসেবে নিয়োগ করব। আমরা তার সঙ্গে এ নিয়ে আলোচনা করেছি এবং তরুণদের পথ দেখাতে ও তৈরির জন্য তার চেয়ে ভাল আর কেউ নেই।”
“ছোটদের পাশাপাশি আমরা চাই শ্রীজেশ সিনিয়র দলের দুই গোলরক্ষক কৃষাণ এবং সুরজকেও ট্রেনিং দেবেন। যারা তার পরিবর্তে ভারতীয় সিনিয়র দলের গোল সামলাবেন। তার বিশাল অভিজ্ঞতা রয়েছে এবং গোলের নিচে সাফল্যের টেকনিক জানে,” যোগ করেছেন তির্কে।
আগামী বছরের ডিসেম্বরে ভারতে অনুষ্ঠিত হতে চলা পুরুষদের জুনিয়র বিশ্বকাপে ভারতের সাফল্যের জন্য শ্রীজেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
“আগামী বছরের জুনিয়র বিশ্বকাপে দলকে নির্দেশনা ও অনুপ্রাণিত করার জন্য শ্রীজেশও আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, অতীতেও তিনি জুনিয়র দলকে সহায়তা করেছেন,” বলেছেন তির্কে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার