নিজস্ব সংবাদদাতাঃ তিনি দু’বারের অলিম্পিক পদকজয়ী। ভারতীয় ব্যাডমিন্টনের অত্যন্ত জনপ্রিয় মুখ পি ভি সিন্ধু। বিডব্লুএফ প্রকাশিত সাম্প্রতিক ক্রমতালিকায় প্রথম দশের বাইরে চলে গিয়েছেন সিন্ধু। গত সপ্তাহেই সুইস ওপেন থেকে ছিটকে গিয়েছিলেন। শিরোপা ধরে রাখতে ব্যর্থ হয়েছিলেন তিনি। তারপরেই র্যাঙ্কিংয়ে পিছিয়ে পরলেন তিনি।
প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন সিন্ধুর কেরিয়ারের সব থেকে ভালো র্যাঙ্কিং ছিল ২ নম্বর। ২০১৬ সালের নভেম্বর মাস থেকে টানা তিনি ব্যাডমিন্টনের বিশ্ব ক্রমতালিকায় প্রথম দশের মধ্যে ছিলেন। এই প্রথমবার ১০ থেকে ছিটকে যেতে হল তাঁকে, অর্থাৎ দশের নীচে নামতে হল তাঁকে। সদ্য প্রকাশিত তালিকায় দু ধাপ নীচে নেমে গিয়েছেন তিনি। এই মুহূর্তে তিনি রয়েছেন ১১ নম্বরে। তাঁর ঝুলিতে রয়েছে ৬০,৪৪৮ পয়েন্ট। ২৭ বছর বয়সি এই হায়দরাবাদি শাটলার এই মরশুমে প্রথম থেকেই সমস্যায় রয়েছেন। রয়েছে তাঁর ধারাবাহিকতার অভাব। ফর্মও খুব একটা ভালো নেই তাঁর। চলতি মরশুমে এখনও বলার মতন সে রকম কোনও সাফল্য পাননি পিভি সিন্ধু।
অন্যদিকে পুরুষদের সিঙ্গলস ক্রমতালিকায় এইচ এস প্রনয় রয়েছেন আট নম্বরে। তাঁর র্যাঙ্কিংয়ের কোনও পরিবর্তন হয়নি। একধাপ নেমে গিয়ে কিদাম্বি শ্রীকান্ত রয়েছেন ২১ নম্বরে। ২৫ নম্বরে রয়েছেন তারকা শাটলার লক্ষ্য সেন। সুইস ওপেন চ্যাম্পিয়ন হওয়া সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি এবং চিরাগ শেট্টি জুটি রয়েছেন ছয় নম্বরে। অন্যদিকে ১৮ নম্বরে রয়েছেন গায়ত্রী গোপিচাঁদ এবং ট্রেসা জলি জুটি।