অলস্পোর্ট ডেস্ক: দু’বারের অলিম্পিক পদক জয়ী পিভি সিন্ধু বৃহস্পতিবার আর্কটিক ওপেন সুপার ৫০০ ব্যাডমিন্টন টুর্নামেন্টে মহিলাদের সিঙ্গলস ইভেন্টে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছেন। এই টুর্নামেন্টে অষ্টম বাছাই সিন্ধু, মাত্র ৩৮ মিনিটে চাইনিজ তাইপেইয়ের ওয়েন চি হু-কে ২১-১১ এবং ২১-১০ গেমে হারিয়েছেন। সিন্ধু পরবর্তী ইভেন্টে ভিয়েতনামের থুই লিন নগুয়েনের বিপক্ষে খেলতে নামবেন। তবে এদিন হতাশ করেন ভারতীয় পুরুষদের সিঙ্গলস বিভাগ। ভারতীয় শাটলার কিদাম্বি শ্রীকান্তের জন্য এটি একটি ব্যর্থতাপূর্ণ দিন ছিল। সঙ্গে এদিন কিরণ জর্জেরও টুর্নামেন্ট এখানেই শেষ হয়ে যায়।
শ্রীকান্ত জাপানের সপ্তম বাছাই কান্তা সুনেয়ামার কাছে ১৫-২১, ১২-২১ গেমে হেরে গিয়েছেন। চতুর্থ বাছাই চীনের লু গুয়াং জু কিরণকে ১০-২১, ২০-২২ স্কোরে হারিয়ে দিয়েছেন। পুরুষদের সিঙ্গলসে ভারতীয়দের চ্যালেঞ্জ শেষ হলেও, আকার্শি কাশ্যপ মহিলাদের সিঙ্গলস ইভেন্টে শেষ পর্যন্ত টিকে ছিলেন এবং পঞ্চম বাছাই চীনা ওয়াং ঝি ইয়ের সঙ্গে পরের লড়াইয়ে নামবেন তিনি।
মহিলাদের ডাবলসে একমাত্র ভারতীয় জুটি, তানিশা ক্র্যাস্টো এবং অশ্বিনী পোনপ্পাও টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে যেতে ব্যর্থ হন। তারা ফরাসি জুটি মার্গট ল্যাম্বার্ট এবং অ্যানি ট্রানের বিরুদ্ধে ১৯-২১, ১৯-২১ পয়েন্টে হেরে যান৷
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার