অলস্পোর্ট ডেস্কঃ চোটে কাবু রাফায়েল নাদাল। তাই আসন্ন ফরাসি ওপেন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন এই টেনিস তারকা। শুধু ফরাসি ওপেনেই নয়, একই সঙ্গে উইম্বলডন থেকেও সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ফলে লাল মাটির কোর্টে এই মুহূর্তে দেখা যাবে না নাদালকে। তিনি কবে ফের কোর্টে ফিরবেন তা নিয়েও এখনও কিছু জানাননি তিনি। ৩৬ বছর বয়সী এই টেনিস তারকা আগামী বছর কেরিয়ারের শেষ টুর্নামেন্ট খেলতে চলেছেন বলেও জানা গিয়েছে।
২২টি গ্র্যান্ড স্ল্যামের মালিক তিনি। ফরাসি ওপেন জিতেছেন ১৪ বার। সেই নাদাল সাংবাদিক বৈঠকে বললেন, ‘এবার আমার পক্ষে ফরাসি ওপেনে নামা একেবারেই সম্ভব নয়। অস্ট্রেলিয়ান ওপেনে আমাকে যে সমস্যার মধ্যে পড়তে হয়েছিল, এখনও সেই সমস্যা একেবারেই সমাধান হয়নি। তাই আমি কোনও রকম ঝুঁকি নিতে চাই না। সেই জন্য ফরাসি ওপেন থেকে নাম প্রত্যাহার করে নিচ্ছি।’
গত অস্ট্রেলিয়ান ওপেনে দ্বিতীয় রাউন্ডে আটকে যান নাদাল। ম্যাকেঞ্জি ম্যাকডোনাল্ডের কাছে হার মানতে হয় তাঁকে। চোটের জন্য সেই টুর্নামেন্টেও তাঁকে অস্থির দেখা গিয়েছে। তিনি চোটে কাবু তা ভালো করেই বোঝা যাচ্ছিল। তবে অনেকেই ভেবেছিলেন চোট কাটিয়ে ফরাসি ওপেনে খেলবেন তিনি। কিন্তু চোট এই তারকাকে ছিটকে দিল।
নাদাল আরও বলেন, ‘গত চার মাস খুব কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছি। চোট সারিয়ে তোলার সবরকম চেষ্টা করেছি। কিন্তু রোলা গারোয় খেলা আমার পক্ষে অসম্ভব। এটা একটা লজ্জাজনক ব্যপার। এটা মেনে নেওয়া কঠিন। কিন্তু আমার শরীর সায় দিচ্ছে না। আমি আগামী কয়েক মাস খেলব না। কারণ বিগত কয়েক মাসে আমার ম্যাচের ফলাফল খুব খারাপ। নিজের পারফরম্যান্স দেখে আমি সত্যি খুব হতাশ।’ ২০০৪ সালের পর এই প্রথম তিনি ফরাসি ওপেনে নামতে পারছেন না।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com