Tuesday, December 3, 2024
No menu items!
Google search engine
Homeঅন্য খেলাব্রিজভূষণ শরণ সিং-এর বিরুদ্ধে বয়ান রেফারির  

ব্রিজভূষণ শরণ সিং-এর বিরুদ্ধে বয়ান রেফারির  

অলস্পোর্ট ডেস্কঃ ভারতীয় রেসলিং ফেডারেশনের সভাপতি ব্রিজভূষণ শরণ সিং-এর বিরুদ্ধে ওঠা যৌন হেনস্থার অভিযোগ নিয়ে তোলপাড় দেশ। ৬ জন প্রাপ্তবয়স্ক কুস্তিগির তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন দিল্লি পুলিশের কাছে। তাদের দাবি বিভিন্ন সময়ে ব্রিজভূষণের যৌন হেনস্থার শিকার হয়েছেন তারা। একজন অভিযোগকারী জানিয়েছেন, গত বছর মার্চে লখনউতে এশিয়ান চ্যাম্পিয়নশিপের জন্য ট্রায়ালের শেষে ছবির তোলার জন্য দাঁড়ান তারা। সেই সময় তাকে যৌন হেনস্থা করা হয়। এবার সেই মামলায় বিস্ফোরক মন্তব্য করলেন ওই ম্যাচে উপস্থিত রেফারি জগবীর সিং।

তিনি ২০০৭ সাল থেকে একজন আন্তর্জাতিক রেসলিং রেফারি। ওই ম্যাচে তিনি ব্রিজভূষণ এবং অভিযোগকারীর থেকে কয়েক ফুট দূরে দাঁড়িয়ে ছিলেন। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের সঙ্গে কথা বলার সময়, জগবীর সিং ছবিটির কথা উল্লেখ করেন এবং বলেন দিল্লি পুলিশ তাকে এটির সম্পর্কে জিজ্ঞাসা করেছে।

কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী অনুরাগ ঠাকুরের বিবৃতি অনুসারে চারটি রাজ্যজুড়ে ১২৫ জন সম্ভাব্য সাক্ষীর মধ্যে রয়েছেন এই আন্তর্জাতিক রেসলিং রেফারি। একজন অলিম্পিয়ান, একজন কমনওয়েলথ গেমসের স্বর্ণপদক বিজয়ী, একজন আন্তর্জাতিক রেফারি এবং একজন রাজ্য-স্তরের কোচ অন্তত তিনজন মহিলা কুস্তিগিরের অভিযোগকে সমর্থন করেছেন। ম্যাচটির শেষে যৌন হেনস্থা নিয়ে কথা বলতে গিয়ে রেফারি জগবীর সিং বলেন, ‘আমি বিজভূষণকে অভিযোগকারীর পাশে দাঁড়িয়ে থাকতে দেখেছি। অভিযোগকারী সভাপতির পাশেই দাঁড়িয়ে ছিলেন। তাঁর একটু পরেই তিনি সামনের দিকে এগিয়ে আসেন। অভিযোগকারী নিজেকে ছাড়িয়ে নিয়ে বিড়বিড় করতে করতে এগিয়ে আসে। আমি ওই মহিলা রেসলারকে দেখে বুঝতে পারি যে তিনি অস্বস্তি বোধ করছিলেন। কিছু খারাপ হয়েছিল ওই রেসলারের সঙ্গে। আমি সভাপতিকে খুব একটা কোনও কথা বলতে দেখিনি। কিন্তু উনি রেসলারদের অনেক নির্দেশ দিতেন যেমন, এখানে চলে আসো। এখানে দাঁড়াও। ওই ফটো সেশনের সময় অভিযোগকারীর সঙ্গে খারাপ হয়েছিল তাঁর আচরণ দেখে বোঝা গিয়েছে।’

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments