অলস্পোর্ট ডেস্ক: মাইকেল শুমাখার মানেই গতি। কিন্তু গত ১১ বছরে সেই গতি থেমে গিয়েছে। ফর্মূলা ওয়ান ড্রাইভার হিসেবে নিজেকে এক অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন তিনি। সাতবারের এফ১ বিশ্ব চ্যাম্পিয়ন ২০১৩ সালে ফরাসী আল্পসে স্কিইং করার সময় ভয়াবহ দুর্ঘটনার মুখোমুখি হন। তার পর থেকেই তিনি চলে যান অন্তরালে। প্রাথমিকভাবে জানা গিয়েছিল তিনি কোমায় রয়েছেন। হাসপাতালে দীর্ঘদিন জীবন-মৃত্যুর লড়াইয়ের পর তাঁকে বাড়িতে নিয়ে যাওয়া হয়। কিন্তু তাঁকে আর কখনও দেখা যায়নি। ধিরে ধিরে তাঁর স্বাস্থ্য় সম্পর্কে খবর আসাও বন্ধ হয়ে যায়। রিপোর্ট অনুযায়ী, ৫৪ বছর বয়সী সুইজারল্যান্ডে ব্যক্তিগতজীবন কাটাচ্ছেন, এবং তার স্বাস্থ্য সম্পর্কে বিশদ গোপনীয় রাখা হয়েছে। ইউরোপীয় মিডিয়ার তাজা রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে এফ১ গ্রেটকে স্পেনের ম্যালোর্কাতে পারিবারিক বিলাসবহুল ভিলায় তাঁর মেয়ে জিনার বিয়ের অনুষ্ঠানে প্রথমবার ‘জনসমক্ষে দেখা’ গিয়েছে।
Metro.co.uk রিপোর্ট করেছে যে “বিবাহ অনুষ্ঠানে মাইকেলকে তার দুর্ঘটনার পর প্রথমবার জনসমক্ষে আনা হয়েছে বলে মনে করা হচ্ছে”। প্রতিবেদনটির শিরোনাম ছিল “মাইকেল শুমাখারকে ‘১১ বছরে প্রথমবার জনসমক্ষে দেখা গেছে।'”
জার্মান প্রকাশনা বিল্ড আরও বলেছে যে শুমাখারের অনুষ্ঠানে উপস্থিত থাকা স্বাভাবিক। যদিও এই অনুষ্ঠানে ঘনিষ্ঠরা ছাড়া বিশেষ কেউ উপস্থিত ছিলেন না।
একাধিক প্রতিবেদন অনুসারে, অতিথিদের তাদের ফোন জমা দিতে বলা হয়েছিল যাতে ইভেন্টের ছবি ফাঁস না হয়। বিশেষ করে শুমাখারের ছবি যাতে কোনওভাবে বাইরে না যায়।
কয়েক মাস আগে, প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন সেবাস্তিয়ান ভেটেল, যিনি শুমাখার এবং তার পরিবারের ঘনিষ্ঠ, জানিয়েছিলেন শুমাখারের স্বাস্থ্যের অবস্থা খুব ভাল নেই।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার