অলস্পোর্ট ডেস্ক: সর্বকালের সর্বশ্রেষ্ঠ ক্রীড়াবিদদের একজন, রাফায়েল নাদাল, যিনি খেলাকে বিদায় জানানোর জন্য প্রস্তুতি সেরে ফেলেছেন। আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, টেনিস বিশ্বে শেষ হতে চলেছে রাফা যুগ। যিনি ফরাসী ওপেনে আধিপত্য বিস্তার করেছিল যেন সেই কোর্ট তাঁর বাড়ির উঠোন। ডেভিস কাপ ফাইনাল ২০২-এর সঙ্গে একটি বর্ণাঢ্য ক্যারিয়ারের সমাপ্তি ঘোষণা হতে চলেছে৷ নাদালকে একজন পেশাদার হিসাবে শেষ বারের জন্য কোর্টে দেখা যাবে। তাঁর হাতে শেষবার পেশাদার টেনিস র্যাকেট দেখতে মুখিয়ে গোটা বিশ্ব। শুধু তাঁর ফ্যানরাই নয় তাঁর বন্ধু থেকে কোর্টে তাঁর চিরশত্রু, সবাই তাঁর বিদায়ী ম্যাচ ঘিরে আবেগান্বিত।
তিনি খেলা থেকে সরে যাওয়ার সঙ্গে সঙ্গে ক্রীড়াজগৎ তাঁকে মিস করতে বাধ্য, সেখানে তাঁর এমন কোনও প্রতিদ্বন্দ্বী নেই যিনি তাঁর প্রস্থান উপভোগ করতে যাচ্ছেন। রজার ফেডেরার, টেনিস কোর্টে তাঁর সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী কিন্তু কোর্টের বাইরে দু’জনের বন্ধু্ত্ব সম্পর্কেও সকলেরই জানা। ৩৮ বছর বয়সী কোর্টে তাঁর চূড়ান্ত ম্যাচের আগে ফেডারের থেকে এক আবেগপূর্ণ বার্তা পেলেন।
তাঁর প্রায় ৬০০-শব্দের পোস্টে, ফেডেরার টেনিস কোর্টে প্রথমবার নাদালের মুখোমুখি হওয়ার কথা মনে করেছেন, ‘‘যখন ম্যালোর্কার একটি ছেলে ক্লে কোর্টে পা রেখেছিল এবং এটিকে নিজের করে নিয়েছিল।’’
তিনি শুরু করেছেন, ‘‘ভামোস, রাফায়েল নাদাল! তুমি যখন টেনিস থেকে স্নাতক হওয়ার জন্য প্রস্তুত হচ্ছো, আমি আবেগপ্রবণ হয়ে পড়ার আগে আমার কিছু বিষয় শেয়ার করার আছে।’’ এর সঙ্গে তিনি জোড়েন, ‘‘আর তুমি কি জানো, রাফা, তুমি আমাকে খেলাটা আরও বেশি উপভোগ করতে সাহায্য করেছ।’’
দেখুন তাঁর পোস্ট:
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার