অলস্পোর্ট ডেস্কঃ মাদ্রিদ ওপেন ফাইনালে উঠল রোহন বোপন্না ও ম্যাত্থু এবডেন জুটি। ইন্দো-অজি জুটি সেমিফাইনালে ৫-৭, ৭-৬ (৩), ১০-৪ ফলে হারাল সান্তিয়াগো গঞ্জালেস ও এডুয়ার্দ রজারকে। ম্যাচ যখন ট্রাইব্রেকারে গড়িয়ে গিয়েছিল তখন বোপন্না ও এবডেন জুটি সাতটির মধ্যে চারটি রিটার্ন পয়েন্টে জয়লাভ করে।
এই নিয়ে ২০২৩ সালে মোট চারবার ফাইনালে উঠল এই জুটি। ফেব্রুয়ারি মাসে প্রথমে রটারডাম ওপেনের ফাইনালে উঠে হেরে গিয়েছিল তারা। এরপর কাতার ওপেন ও ইন্ডিয়া ওয়েলশে চ্যাম্পিয়ন হয় এই ইন্দো-অজি জুটি। ফাইনালে জিততে পারলে সবথেকে বেশি বয়সী ক্রীড়াবিদ হিসেবে রেকর্ড গড়বেন বোপন্না। কারণ এর আগে ইন্ডিয়ান ওয়েলস জিতে বছরের প্রথম এটিপি মাস্টার্স ১০০০ খেতাব জেতেন তিনি। এই নিয়ে দ্বিতীয়বার বোপন্না মাদ্রিদ ওপেনের ফাইনালে উঠল। এর আগে ২০১৫ সালে ফ্লোরিন মারগিয়ার সঙ্গে জুটি বেঁধে তিনি ফাইনালে উঠেছিলেন।
ফাইনালে এই জুটি খেলবেন কারেন খাচানভ ও আন্দ্রে রুবলেভ জুটির বিরুদ্ধে। তাঁরা সেমিফাইনালে হারিয়েছিল মার্সেলো ও জুলিয়ান রজার জুটিকে। বর্তমানে এই ইন্দ-অজি জুটি এটিপি ডাবলস র্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে রয়েছে। মাদ্রিদ ওপেন জিতলেই তারা এই বছরের তিন নম্বর খেতাব নিজেদের পকেটে পুরে ফেলবে।