অলস্পোর্ট ডেস্ক: ভারতের সচিন সার্জেরাও খিলারি বুধবার প্যারিস প্যারালিম্পিক ২০২৪-এ ১৬.৩২ মিটারের এশিয়ান রেকর্ড দূরত্বের সঙ্গে পুরুষদের শট পাট এফ৪৬ ইভেন্টে রুপো জিতে নিয়েছেন। মে মাসে জাপানে বিশ্ব প্যারা-অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে সোনা জেতার সময় ৩৪ বছর বয়সী খিলারি তাঁর আগের ১৬.৩০ মিটারের এশিয়ান রেকর্ডটি আরও ভাল করে দ্বিতীয় প্রচেষ্টায় দিনের সেরা থ্রো করতে সক্ষম হন। কানাডার গ্রেগ স্টুয়ার্ট ১৬.৩৮ মিটার থ্রো করে তাঁর টোকিও প্যারালিম্পিক সোনা ধরে রেখেছেন। ক্রোয়েশিয়ার লুকা বাকোভিচ ১৬.২৭ মিটার নিয়ে ব্রোঞ্জ জিতেছেন।
চলতি গেমসে প্যারা-অ্যাথলেটিক্স থেকে খিলারির রুপো ভারতের ২১তম পদক। গত বছর চিনে এশিয়ান প্যারা গেমসেও সোনা জিতেছিলেন তিনি।
এফ৪৬ শ্রেণিবিন্যাস হল বাহুর ঘাটতি, দুর্বল পেশী শক্তি বা বাহুতে নড়াচড়ার দুর্বল প্যাসিভ পরিসর-সহ ক্রীড়াবিদদের জন্য, যেখানে ক্রীড়াবিদরা দাঁড়িয়ে অবস্থানে প্রতিদ্বন্দ্বিতা করে।
খিলারির বাঁ হাত প্রতিবন্ধী।
প্যারালিম্পিকস ২০২৪-এ ভারত সর্বকালের সর্বোচ্চ পদক জয়ের রেকর্ড ইতিমধ্যেই করে ফেলেছে। ২১টি পদক জাতে নিয়েছে। (তিনটি সোনা, আটটি রুপো এবং দশটি ব্রোঞ্জ) এবং প্যারালিম্পিকের একটি একক সংস্করণে তাদের রেকর্ড পদক অর্জনকে আরও বাড়ানোর সুযোগ রয়েছে।
টোকিও সংস্করণে (আগস্ট ২৪ – সেপ্টেম্বর ৫, ২০২১), ভারত পাঁচটি সোনা, আটটি রুপো এবং ছয়টি ব্রোঞ্জ সহ ১৯টি পদক জিতে সর্বকালের সেরা পদক জয়ের রেকর্ড করেছিল। তাকেও এ বছর ছাপিয়ে গিয়েছে ভারতের প্রতিযোগীরা।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার