অলস্পোর্ট ডেস্ক: ইন্দোনেশিয়া ওপেন মেনস ডাবলসে বিজয় পতাকা ওড়ালেন ভারতের সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেট্টি জুটি। ফাইনালে মায়লেশিয়ার অ্যারন শিয়া ও সোহ উই য়িক জুটিকে স্ট্রেট গেমে উড়িয়ে চ্যাম্পিয়ন হয় ভারতীয় জুটি।
খেতাবি লড়াইয়ে সাত্ত্বিক-চিরাগ ২১-১৭, ২১-১৮ গেমে পরাজিত করেন অ্যারনদের। উল্লেখযোগ্য বিষয় হল অ্যারন-য়িক জুটি ২০২২ সালের বিশ্বচ্যাম্পিয়নশিপের মেনস ডাবলসে সোনা জেতে। সুতরাং জাকার্তায় বিশ্বচ্যাম্পিয়নদের হারিয়ে ইতিহাস গড়েন চিরাগরা।
সাত্ত্বিক-চিরাগ টুর্নামেন্ট শুরু করেন ডাবলসে সপ্তম বাছাই হিসেবে। যদিও এই মুহূর্তে তাঁদের বিশ্বব়্যাঙ্কিং ছয়। অন্যদিকে অ্যারন-য়িক জুটি দ্বিতীয় বাচাই হিসেবে যাত্রা শুরু করে। তাঁদের বিশ্বব়্যাঙ্কিং এই মুহূর্তে তিন। সুতরাং বিশ্বব়্যাঙ্কিয়ে নিজেদের থেকে এগিয়ে থাকা জুটিকে পরাস্ত করেন সাত্ত্বিক-চিরাগ।
তাছাড়া এর আগে সাত্ত্বকিদের বিরুদ্ধে মুখোমুখি লড়াইয়ে অ্যারনদের দাপট ছিল একতরফা। এই নিয়ে মোট ৯ বার মালয়েশিয়ান জুটির বিরুদ্ধে লড়াইয়ে নামেন চিরাগরা। আগের ৮টি ম্যাচে ভারতীয় জুটিকে হারিয়ে দেন অ্যারন-য়িক। নবমবারের প্রচেষ্টায় মালয়েশিয়ান জুটির বিরুদ্ধে প্রথমবার জয়ের মুখে দেখেন দুই ভারতীয় তারকা। তাও আবার এমন একটা মঞ্চে, যেখান থেকে কখনও সাফল্য পায়নি ভারত। এর আগে কোনও ভারতীয় জুটি সুপার ১০০০ ব্যাটডমিন্টন টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হতে পারেনি। প্রথমবার ফাইনালে উঠে সেই বাধাই টপকে গেলেন সাত্ত্বিক-চিরাগ। সেদিক থেকে নিঃসংশয়ে বলা যায় যে জাকার্তায় ইতিহাস গড়েন তাঁরা।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার