অলস্পোর্ট ডেস্ক: কমনওয়েলথ গেমসে স্বর্ণপদকজয়ী শ্যুটার ভারতের আনিশ ভানওয়ালা এদিন প্যারিস অলিম্পিক-এ ১২তম কোটা নিশ্চিত করলেন। একইসঙ্গে কোরিয়ার চাংওয়ানে এশিয়ান চ্যাম্পিয়নশিপে পুরুষদের ২৫ মিটার র্যাপিড ফায়ার ইভেন্টে তিনি ব্রোঞ্জ পদক জয় করলেন। ২১ বছর বয়সী কর্নালের ছেলে আনিশ, ফাইনালে ২৮টি হিট মেরেছেন। জাপানের দাই ইয়োশিওকার কাছে শুট আউটে হেরে গিয়েছিলেন তিনি। ফলে জাপানের প্রতিপক্ষ রুপোর পদক জেতেন। কোরিয়ার তারকা শ্যুটার লি গুন হেওক সোনা জিতে ইভেন্ট শেষ করেন।
চীন, জাপান এবং কোরিয়া ইতিমধ্যেই ইভেন্টে তাদের দুটি অলিম্পিক কোটা নিশ্চিত করেছে। ফলে এই ইভেন্টে আনিশ প্যারিস গেমসের কোটার যোগ্যতা অর্জন করে ফাইনালে পৌঁছে যান। সেটা কাজেও লাগিয়েছেন তিনি। ভানওয়ালা ছাড়াও, অন্য যেসব শ্যুটার ফাইনালে উঠেছে তারা সবাই চীন, জাপান এবং কোরিয়ার। ভানওয়ালা ৫৮৮ স্কোর করে কোয়ালিফিকেশন পর্বে তিন নম্বরে শেষ করে ফাইনালে লড়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন।
এই ইভেন্টেই আরও এক ভারতীয় প্রতিযোগী ভাভেশ শেখাওয়াত লড়াই করছিলেন। ৫৮৪ স্কোর করে শীর্ষ আটের মধ্যে ছিলেন তিনি। কিন্তু ফাইনালে প্রবেশ করতে পারেননি। কারণ তিনি শুধুমাত্র র্যাঙ্কিং পয়েন্টের (আরপিও) জন্য প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার