অলস্পোর্ট ডেস্ক: মেহুলি ঘোষ যে প্যারিস অলিম্পিকের ছাড়পত্র পাবেন তা নিয়ে বিশেষজ্ঞরা নিশ্চিত ছিলেনই। আর সেই বিশ্বাসকে স্বীকৃতি দিলেন মেহুলি। শনিবার শুটিং বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জয়ের সঙ্গেই অলিম্পিকের টিকিট নিশ্চিত করে ফেললেন বাংলার মেয়ে। আজারবাইজানের বাকুতে চলছে শুটিং বিশ্ব চ্যাম্পিয়নশিপ। সেখানেই ১০ মিটার এয়ার রাইফেল প্রতিযোগিতায় ব্রোঞ্জ জেতেন তিনি। ভারতীয় শুটিংয়ে মেহুলিই প্রথম প্যারিস অলিম্পিকে যাওয়ার যোগ্যতা অজর্ন করে নিলেন।
এই একই বিভাগে সোনা ও রুপো জিতে নেন চিনের হান জিয়ায়ু ও ওয়াং ঝিলিন। তবে বেশ কয়েকদিন ফর্মে ছিলেন না মেহুলি। কিন্তু তাঁর লড়াই তাঁকে আবার ফিরিয়ে দিয়েছে তাঁর ফর্ম। বিশ্ব চ্যাম্পিয়নশিপের মঞ্চকেই ঘুরে দাঁড়ানোর মঞ্চ হিসেবে ব্যবহার করতে চেয়েছিলেন তিনি। তাতে তিনি সফল। এর আগে গত মে মাসে খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমসে দুটো সোনা একটি একটি ব্রোঞ্জসহ তিনটি পদক জিতেছিলেন তিনি।
এশিয়ান গেমসেও ভারতের প্রতিনিধিত্ব করবেন মেহুলি। এদিন মেহুলি যোগ্যতা নির্ণায়ক পর্বে ৬৩৪.৫ পয়েন্ট নিয়ে শীর্ষে শেষ করেন। ফাইনাল রাউন্ডে তিনি ২২৯.৮ পয়েন্ট পান। দ্বিতীয় স্থানে থাকা চিনা প্রতিপক্ষের থেকে অনেকটাই পিছিয়ে শেষ করলেন তিনি। প্রথমের পয়েন্ট ২৫১.৪ ও দ্বিতীয় স্থানাধিকারীর পয়েন্ট ২৫০.২। চতুর্থ স্থানে শেষ করেন প্রবাসী বাঙালি তিলোত্তমা সেন।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার