অলস্পোর্ট ডেস্ক: শ্যুটার অবনী লেখারা এবং মোনা আগরওয়াল প্যারিস প্যারালিম্পিক ২০২৪-এ মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেল স্ট্যান্ডিং এসএইচ১ ফাইনালে ভারতের হয়ে সোনা ও ব্রোঞ্জ জিতে নিলেন। অবনী, যিনি তিন বছর আগে টোকিওতে সোনা জিতেছিলেন, মোট ২৪৯.৭ নিয়ে গেমস রেকর্ড গড়লেন, যখন মোনা মোট ২২৮.৭ নিয়ে ব্রোঞ্জ জিতলেন। এদিকে, স্প্রিন্টার প্রীতি পাল মহিলাদের ১০০ মিটার টি৩৫ ফাইনালে ব্রোঞ্জ জিতে ভারতকে তৃতীয় পদক এনে দিলেন। প্রীতি ১৪.২১ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় স্থান অর্জন করেন। তিনিই প্রথম স্প্রিন্টার যিনি প্যারা গেমসে ভারতের হয়ে পদক জিতলেন। এছাড়াও, শ্যুটার মনীশ নারওয়াল পুরুষদের ১০ মিটার এয়ার পিস্তল এসএইচ১ বিভাগে ফাইনালে উঠেছেন।
মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেল (এসএইচ১) ইভেন্টে তাঁর জয়ের সঙ্গে দু’টি প্যারালিম্পিক সোনাজয়ী প্রথম ভারতীয় মহিলা হয়ে গেলেন অবনী লেখারা। তিন বছর আগে, অবনীও ২০২১ টোকিও প্যারালিম্পিকে শুটিংয়ে পদক জিতে দেশের প্রথম মহিলা শ্যুটার হয়েছিলেন।
প্রীতি পাল মহিলাদের ১০০ মিটারে টি৩৫ ফাইনালে তাঁর ব্যক্তিগত সেরা ১৪.২১ সেকেন্ডের সঙ্গে একটি ঐতিহাসিক ব্রোঞ্জ পদক জিতে নেন। তিনি উত্তরপ্রদেশের মুজাফফরনগরে এক কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন। জন্মের পরই অদ্ভুত শারীরিক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় তাঁকে। জন্মের ছ’দিন পরে তাঁর শরীরের নীচের অংশে প্লাস্টার করতে হয়। দুর্বল পা এবং একটি অনিয়মিত পায়ের ভঙ্গির সমস্যা দেখা দেয়, যা তাঁকে বিভিন্ন রোগে দ্রুত আক্রান্ত করে ফেলে। তিনি তাঁর পা শক্তিশালী করার জন্য বিভিন্ন চিকিত্সার মধ্যে দিয়ে গিয়েছেন।
তিনিই প্রথম স্প্রিন্টার যিনি প্যারা গেমসে ভারতের হয়ে পদক জিতলেন। একই দিনে সোনা ও ব্রোঞ্জের পাশাপাশি ভারতের ঘরে এল রুপোও। পুরুষদের ১০ মিটার এয়ার পিস্তল এসএইচ১ ফাইনালে মনীশ নারওয়াল রুপো জিতে নেন। ২৩৪.৯ স্কোর করেন তিনি। ফাইনাল রাউন্ডে দক্ষিণ কোরিয়ার জো জেওংডুর বিরুদ্ধে হেরে যান৷ টোকিও অলিম্পিকে সোনা জিতেছিলেন ৫০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে। এবার রুপো নিয়েই সন্তুষ্ট থাকতে হল। প্যারালিম্পিকে একই দিনে ভারতের ঘরে এল চারটি পদক।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার