অলস্পোর্ট ডেস্কঃ নীরজ চোপড়ার হাত ধরে ভারত অলিম্পিকে ট্র্যাক আ্যান্ড ফিল্ড থেকে তুলে নিয়েছিল প্রথম সোনা। এবার সেই ধারা বজায় রেখেই ফের ট্র্যাক অ্যান্ড ফিল্ড বিভাগেই নয়া নজির গড়লেন ভারতীয় ক্রীড়াবিদ। নজির গড়লেন ভারতীয় শটপাটার তাজিন্দরপাল সিং তুর । এশিয়ার শটপাটে নয়া রেকর্ড গড়লেন তিনি। এশিয়ান ক্রীড়িবিদদের মধ্যে সর্বাধিক দূরত্বে অতিক্রম করার নজির গড়লেন তিনি। ভেঙে দিলেন নিজের রেকর্ডই।
সোমবার ২১.৭৭ মিটার দূরত্বে থ্রো করে এই নজির গড়েন তাজিন্দরপাল। আন্তঃরাজ্য চ্যাম্পিয়নশিপ চলার সময়েই এই নজির গড়েন তিনি। উল্লেখ্য, এর আগে ২১.৪৯ মিটার থ্রো করে এই নজির নিজের দখলে রেখেছিলেন তিনি। যা চলতি প্রতিযোগিতায় ভেঙে দিলেন তাজিন্দরপাল। নিজের নজির ভেঙে নয়া নজির গড়ার দিনেই বিশ্ব অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপের যোগ্যতা ও অর্জন করে নিলেন তিনি। বিশ্ব অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপে যোগ্যতা অর্জন করতে হলে তাজিন্দরপাল সিং তুরকে ছুড়তে হত কমপক্ষে ২১.৪০ মিটার। যা অনায়াসেই টপকে গেলেন তিনি।
সামনের বছরেই রয়েছে প্যারিস অলিম্পিক। তার আগে চলতি বর্ষে বেশ ভালো ফর্মে রয়েছেন তাজিন্দরপাল। গত মার্চেই জাতীয় চ্যাম্পিয়নশিপের আসর মাতান তিনি। প্রাক্তন এশিয়ান গেমস চ্যাম্পিয়ন জাতীয় মিটে ১ সেন্টিমিটার বেশি ছুড়ে নিজের নজিরকেই ভেঙে দিয়েছিলেন। ফলে এএফআই আয়োজিত দ্বিতীয় জাতীয় থ্রো প্রতিযোগিতায় সোনা জিতেছিলেন তিনি। ২০১৮ সালের এশিয়ান গেমসের সোনজয়ী এবার লড়ছেন তাঁর স্বপ্নের অলিম্পিক পদক জিততে। গত টোকিও অলিম্পিকেও ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন তিনি। শটপাট বিভাগের ফাইনালেও উঠেছিলেন তিনি। যদিও সেবার কোনও পদক তিনি জিততে পারেননি।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার